বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চার লালকার্ডের ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। আরেক ম্যাচে ওয়ারী ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে পিডব্লিউডি।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে দুই হলুদকার্ডে মার্চিং অর্ডার পান ওয়ান্ডারার্সের আরিফ খান জয়। ম্যাচের শেষ দিকে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ফরাশগঞ্জের তপু তরফদার। ম্যাচের পর দুই দলের দুই ফুটবলার— ফরাশগঞ্জের সাইফুল ইসলাম খান এবং ওয়ান্ডারার্সের আনিসুর আলমকে সরাসরি লালকার্ড দেখান রেফারি আবুল কালাম রুমান।
ম্যাচে কিক-অফের পর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা হলেও প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পর, ৫৩ মিনিটে মিনহাজুল করিম স্বাধীনের গোলে লিড পায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ৭৫ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন হাবিবুল্লাহ বাশার। লিগে এটি ছিল চতুর্থ ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের তৃতীয় জয়, আরেক ম্যাচ ড্র হয়েছে।
দ্বিতীয় ম্যাচের ১১ মিনিটে শাফিনের গোলে লিড নিয়েছিল ওয়ারী ক্লাব। বিরতির পর ৩ গোল করে ম্যাচ নিজেদের করে নিয়েছে পিডব্লিউডি। ৭৪ মিনিটে আব্দুল্লাহ, ৮৬ মিনিটে আকিকুল ও যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে দলটির হয়ে গোল করেন সাজিদুর।
টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিডব্লিউডি। ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাফুফে এলিট একাডেমি। দলটি অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
মন্তব্য করুন