২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি শেষ করতে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ক্যাম্পের প্রথম দিনে কোচ হ্যাভিয়ের কাবরেরা অবশ্য টেকনিক্যাল দিকেই বেশি মনোযোগ দিয়েছেন। ফুটবলাররা সবাই যদি ফিট থাকে তাহলে ভালো ফলাফল নিয়েও আত্মবিশ্বাসী লাল-সবুজদের এই স্প্যানিশ কোচ।
এ ছাড়াও শক্তিমত্তায় ফিলিস্তিন থেকে পিছিয়ে থাকায় কাবরেরার চোখে ভালো ফলাফলের জন্য সবারই নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে। নিজেদের প্রমাণে মরিয়া ফুটবলাররা সৌদি আরবের তায়েফের বেশ ঠান্ডা পরিবেশে মানিয়ে নিতে পারবে বলে বিশ্বাস ম্যানেজার আমের খান।
সৌদি আরবের কিং ফাহাদ স্পোর্টস সিটি গ্রাউন্ডে প্রথম অনুশীলনে বেশ উজ্জীবিতই দেখা গেছে বাংলাদেশ দলের খেলোয়াড়দের। মার্চের ২১ তারিখে কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের কঠিন ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। অবশ্য এর আগে নিজেদের সর্বশেষ ম্যাচে লেবাননের বিপক্ষে ১-১ গোলে স্বস্তির ড্র আশা জাগিয়েছে জামাল ভূঁইয়াদের। ফিলিস্তিনের বিপক্ষে নিজেদের সেরাটা দিতেই মরিয়া হয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ দলের ২৮ সদস্য নিয়ে সৌদিতে এই কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছেন কাবরেরা। ফিলিস্তিন ম্যাচের জন্য ফুটবলারদের তৈরিতে সর্বোচ্চটাই দিতে চান তিনি। তায়েফের কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতো হওয়ায় ফুটবলারদের জন্য মানিয়ে নেওয়াটা কঠিন হবে না বলে জানানো হয়েছে।
অনুশীলনের বিষয়ে কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেন, ‘প্রথম দিন ফুটবলারদের টেকনিক্যাল দিকটাতে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। মাঠ ও অনুশীলন ফ্যাসিলিটিজ সবই আমাদের প্রত্যাশা মতো হয়েছে। এখন ওদের কঠোর পরিশ্রম, মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে নিজেদের তৈরি করতে হবে।
নতুন ও পুরোনোদের নিয়ে ২৮ জনের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রমাণ করেই দলের টিকিট পেয়েছেন প্রতিটা ফুটবলার।
১৭ মার্চ সৌদি আরবে ক্যাম্প শেষে কুয়েত যাবে বাংলাদেশ। ২৬ মার্চ ফিরতি লেগের ম্যাচ কিংস অ্যারেনায়।
মন্তব্য করুন