একই দিনে দুটি টাইট ম্যাচ দেখল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। রোববার প্রথম ম্যাচে ওয়ারী ক্লাব ১-০ গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ঐতিহ্যবাহী ক্লাবটির মতোই ন্যূনতম ব্যবধানে জিতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এলিট একাডেমি। একাডেমি দল হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।
দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। কাকতালীয় মিল হচ্ছে দুই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল হয়েছে বিরতির পর। দুই হলুদকার্ড দেখে আফজাল মার্চিং অর্ডার পাওয়ায় দশজনের দলে পরিণত হয়েছিল নোফেল স্পোর্টিং ক্লাব। দলটির বিপক্ষে ৬৮ মিনিটে জয়সূচক গোল করেছেন ওয়ারী ক্লাবের শাফিন। আরেক ম্যাচের ৫২ মিনিটে বাফুফে এলিট একাডেমির হয়ে একমাত্র গোলটি করেছেন পারভেজ।
মন্তব্য করুন