জার্মান বুন্দেসলিগায় সবশেষ তিন ম্যাচে হারের স্বাদ পেয়েছে বায়ার্ন মিউনিখ। এ ছাড়া বেয়ার লেভারকুজেনের কাছে টানা ১১ বছরের লিগ হারানোর দাড়প্রান্তে রয়েছে বাভারিয়ানরা। মূলত দলের এমন পারফরম্যান্সের কারণে শোনা যাচ্ছিল চাকরি হারাতে পারেন থমাস টুখেলের। সেই আশঙ্কায় সত্য প্রমাণিত হল। অবশেষে বায়ার্ন ছাড়ছেন এই জার্মান মাস্টারমাইন্ড।
বুধবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে চলতি মৌসুম শেষে টুখেলের বিদায়ের খবর নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।
বায়ার্ন মিউনিখ ও থমাস টুখেল আনুষ্ঠানিক ভাবে সম্পক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। জার্মান এই কোচের সঙ্গে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি ছিল বাভারিয়ানদের। কিন্তু পারস্পরিক আলোচনার পর ২০২৪ সালের ৩০ জুন বায়ার্ন ছাড়বেন ৫০ বছর বয়সী কোচ।
বায়ার্ন মিউনিখেরে প্রধান নির্বাহী ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেনের সঙ্গে বৈঠক করেন টুখেল। যৌথ আলোচনার পর তিনি জানিয়েছেন, আমরা সম্মত হয়েছি যে, চলতি মৌসুম শেষ হওয়ার পর বায়ার্ন ছাড়ব। তাছাড়া শেষ পর্যন্ত আমারা সবাই মিলে দলটির সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।
বুন্দেসলিগায় ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। বেয়ার লেভারকুজেন ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। তাছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর কাছে ১-০ গোলে হেরেছে বাভারিয়ানরা। এমনকি জার্মান কাপ থেকেও বিদায় নিয়েছে জার্মানির সবচেয়ে সফল ক্লাবটি।
ব্রিটিশ ক্রীড়া চ্যানেল স্কাই স্পোর্টস জানিয়েছে, টুখেল বায়ার্ন ছাড়ার পর নতুন কোচ হতে পারেন ওলে গুনার সুলশার কিংবা জিনেদিন জিদান। এর মধ্যে সুলশার ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড সাবেক কোচ এবং জিদান ছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ। দুজনের দিকে নজর রাখছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন