বার্সেলোনা ও নাপোলির কিংবদন্তি ফুটবলার ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে খুব একটা সফল না হলেও ইতালিয়ান জায়ান্টদের সঙ্গে নতুন রূপকথা লিখেছিলেন ‘নেপলসের রাজা’খ্যাত আর্জেন্টাইন মহাতারকা। ‘ফুটবল ঈশ্বর’ ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাবের দ্বৈরথ ফুটবল অঙ্গনে পরিচিতি পেয়েছে ‘ম্যারাডোনা ডার্বি’ নামে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় এস্তাদিও ডিয়োগা আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে মাঠে নামছে বার্সেলোনা ও নাপোলি। যা দর্শক-সমর্থকদের কাছে ‘ম্যারাডোনা ডার্বি’ নামে বেশ পরিচিত।
বার্সার ইতিহাসে শুধুই একজন কিংবদন্তি হয়ে আছেন ম্যারাডোনা। অন্যদিকে ইতালিতে খেলতে গিয়ে বিরাট সম্মাননা পেয়েছেন আর্জেন্টাইন তারকা। নাপোলিতে ঈশ্বরের মর্যাদা পান ১৯৮৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তি। দেশটির নেপলস শহরের মানুষের অন্তরে স্থান করে নেন ম্যারাডোনা। ২০২০ সালে পৃথিবীকে বিদায় জানানো মহাতারকাকে এখনো দেবতাজ্ঞান করে রেখেছে ইতালিয়ান ক্লাবটি। প্রিয় ফুটবলারকে সম্মান জানাতে স্টেডিয়ামের নামকরণ করেছে ম্যারাডোনার নামেই।
২০২২-২৩ মৌসুমে স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। আর সেরি-আ তে দীর্ঘ ৩৩ বছর পর শিরোপা ঘরে তোলে নাপোলি। দুদেশের ক্লাব দুটি আজ বুধবার দিবাগত রাতে একে অপরের মুখোমুখি হবে। তাই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে স্বাভাবিকভাবেই চলে এসেছে ম্যারাডোনার নাম। কারণ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার একসময় যে মাতিয়েছেন দল দুটির জার্সিতে।
বার্সার বিপক্ষে নামার আগে নতুন কোচ নিয়োগ দিয়েছে নাপোলি। বাজে ফলাফলের কারণে বরখাস্ত হয়েছেন ওয়াল্টার মাজ্জারি। বার্সেলোনার বিপক্ষে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ফ্রানচেস্কো কালজোনা। স্প্যানিশ জায়ান্টদের হারাতে মরিয়া লড়াই করতে চান ভিক্টর ওসিমেন-খিচা কাভারস্কেইয়ারা।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সবশেষ ১০ অ্যাওয়ে ম্যাচের মাত্র একটি জিতেছে বার্সেলোনা। চার ড্রয়ের বিপরীতে হেরেছে ৫টিতে। টুর্নামেন্টে ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে শেষ তিন ম্যাচ জয়হীন রয়েছে কাতালান জায়ান্টরা।
মন্তব্য করুন