সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঘটেছিল তুলকালাম কাণ্ড। নির্ধারিত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারেও ১১-১১ ব্যবধানে শেষ হয়েছিল বাংলাদেশ-ভারত ম্যাচ। ফাইনালের ম্যাচ কমিশনার টসের মাধ্যমে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করলে শুরু হয় আবারও জটিলতা। বহু নাটকীয়তার পর দুদেশকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে সাফ।
গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনাল যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ও ভারত। অতিথি দল হওয়ায় ভারত নারী দলকে শিরোপা তুলে দেওয়া হয়। স্বাগতিক হওয়ার বাংলাদেশের মেয়েদের পরবর্তীতে নতুন ট্রফি বানিয়ে দেবার কথা জানিয়েছিল সাফ। অবশেষে আগামীকাল রোববার শিরোপা বুঝে পাচ্ছেন আফিদা-সাগরিকরা।
সাফ চ্যাম্পিয়ন হওয়ার ১০ দিন পর ট্রফি পাচ্ছে বাংলাদেশের মেয়েরা। আগামীকাল বাফুফে ভবন সংলগ্ন মাঠে দুপুর আড়াইটায় ট্রফি বুঝে পাবে টাইগ্রেসরা।
ফাইনাল ম্যাচে টস ভাগ্যে হারার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিল বাংলাদেশ। নিয়ম অমান্য করে সেদিন ভারতকে চ্যাম্পিয়নের সিদ্ধান্ত দিয়েছিলেন শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার। পরে নিজের ভুল স্বীকার করে বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছিলেন জয়সুরিয়া।
মন্তব্য করুন