অবশেষে অন্য কোনো অদ্ভুত নাটকের আবির্ভাব না হলে ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ছেন এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। আর একটি ব্যাপারও এখন নিশ্চিত যে তিনি স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদেই যোগ দিচ্ছেন।
এমবাপ্পে রিয়ালে যাওয়া সময়ের ব্যাপার হওয়ার পর থেকেই রিয়ালের সঙ্গে এমবাপ্পের চুক্তির খুঁটিনাটি নিয়ে মেতেছে স্পেনের গণমাধ্যমগুলো। যেখানে দাবি করা হয়েছে, স্প্যানিশ ক্লাবটিতে যেতে হলে এমবাপ্পেকে পিএসজির চেয়ে কম বেতনে খেলতে হবে। সেখানে বিশ্বকাপজয়ী এই তারকার থেকে বেশি বেতন পাবেন জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়ররা। এমনটাই দাবি স্প্যানিশ গণমাধ্যম এল চিরিংগুইতো টিভির ।
এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ক্লাব ছাড়ার বিষয়টি পিএসজিকে অবহিত করেন ফরাসি তারকা এমবাপ্পে। এরপরেই ইউরোপিয়ান মিডিয়াতে গুঞ্জন উঠে, তার নতুন ঠিকানা হবে রিয়াল মাদ্রিদ। তবে সেখানে যেতে হলে এমবাপ্পেকে অনেক বিষয়ে ছাড় দিতে হবে।
স্পেনের এই টিভির খবর অনুযায়ী, রিয়ালে এমবাপ্পের বেতন এই মুহূর্তে দলটির অন্যতম দুই সেরা খেলোয়াড় জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়রের থেকে বেশি হবে না। ৫ বছরের বেশি সময়ের জন্য দরটির সঙ্গে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে সাইনিং বোনাস হবে ৫ কোটি ইউরোর নিচে।
২০২২ সালে পিএসজির সঙ্গে বিশাল অংকে চুক্তি করার আগে এমবাপ্পের বাজারমূল্য ছিল প্রায় ১৬০ মিলিয়ন ইউরো। ২০২১ সালে তাকে কেনার জন্য নাকি প্রায় ২০০ মিলিয়ন ইউরোই অফার করেছিল স্প্যানিশ ক্লাবটি। শুরু থেকে এমবাপ্পেকে ধরে রাখার ব্যাপারে নাছোড়বান্দা ছিলেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি।
যে কারণে জোর সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত আর দলবদল ঘটেনি। তবে এবার আগামী জুনে দল ছাড়ার বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন এমবাপ্পে। এমনকি তার সতীর্থদেরও তিনি বিষয়টি জানিয়ে দিয়েছেন।
মন্তব্য করুন