ফিফা প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে এশিয়ান কাপ জয়ী কাতারের। জর্ডানকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের পথে ২১ ধাপ এগিয়েছে ২০২২ বিশ্বকাপের আয়োজকরা। ফাইনালে ৩-১ গোলে জেতা কাতারের রেটিং পয়েন্ট বেড়েছে ৯২.০৪। আর আফ্রিকা মহাদেশীয় চ্যাম্পিয়ন আইভরি কোস্ট ১০ ধাপ এগিয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সবশেষ হালনাগাকৃত র্যাঙ্কিং অনুসারে শীর্ষেই রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ছাড়া এশিয়ান চ্যাম্পিয়ন কাতার ২১ এবং আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট ১০ ধাপ এগিয়েছে।
এশিয়ান কাপের শিরোপা জিতে ৫৮ নম্বর থেকে ৩৭ নম্বরে উঠে এসেছে কাতার। রানারআপ জর্ডান ১৭ ধাপ এগিয়ে ৭০তম স্থানে উন্নীত হয়েছে। অন্যদিকে আফ্রিকান কাপ অফ নেশনস জয়ী আইভরি কোস্টও বেশ এগিয়েছে। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছে আফ্রিকান হাতিরা। রানারআপ নাইজেরিয়া ৪২ নম্বর থেকে ২৮-এ উপনীত হয়েছে।
তবে সর্বশেষ ঘোষিত র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পোন, ইতালি ও ক্রোয়েশিয়া নিজেদের পূর্বের অবস্থান ধরে রেখেছে।
এশিয়ান কাপে তিন ম্যাচে পরাজিত হইয়ে ১৫ ধাপ পিছিয়েছে ভারত। ১০২ থেকে পিছিয়ে এখন ১১৭ নম্বরে আছে সাফ চ্যাম্পিয়নরা। বাংলাদেশের অবস্থানে কোনো ধরনের পরিবর্তন হয়নি। আগের মতো ১৮৩ নম্বরে অবস্থান করছে জামাল ভূঁইয়ার দল।
মন্তব্য করুন