স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান করিম বেনজেমা। আল ইত্তিহাদে যোগ দিয়েই কোচ নুনো সান্তোসের সঙ্গে বিরোধে জড়ান ফরাসি স্ট্রাইকার। পর্তুগিজ কোচকে ছাঁটাইয়ের পর আর্জেন্টাইন কোচ মার্সেলো গ্যালার্দোকে দায়িত্ব দেয় আল ইত্তিহাদ। নতুন কোচের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েন বেনজেমা। আর সেই কারণে দল থেকে বাদ পড়লেন ফরাসি তারকা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে উজবেকিস্তানের নাভবাহারের মুখোমুখি হবে আল ইত্তিহাদ। তবে খেলার মতো ফিট নন অভিযোগে সৌদি ক্লাবটির দল থেকে বাদ পড়েছেন বেনজেমা। এই নিয়ে টানা দুই ম্যাচ আল ইত্তিহাদের হয়ে মাঠে নামতে পারবেন না ফরাসি স্ট্রাইকার।
সর্বশেষ ২৬ ডিসেম্বর আল নাসরের বিপক্ষে মাঠে নেমেছিলেন বেনজেমা। সেদিন ৫-২ গোলে রোনালদো-মানেদের কাছে বিধ্বস্ত হয় আল ইত্তিহাদ। এরপর থেকে দলের অনুশীলনের বাইরে ছিলেন ফরাসি তারকা। নির্ধারিত সময়ের ১৭ দিন পর দুবাইয়ে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেন বেনজেমা।
স্বাভাবিকভাবেই বেনজেমার এমন আচরণে ক্ষুব্ধ আল ইত্তিহাদ কর্তৃপক্ষ। এ ঘটানর পর থেকে কোচ মার্সেলো গ্যালার্দোর সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে সাবেক রিয়াল ফরোয়ার্ডের। যার কারণে নতুন বছরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেললেও বেনজেমাকে মাঠে নামায়নি ইত্তিহাদ। এবার তো ৩৬ বছর বয়সী ফুটবলারকে স্কোয়াড থেকেই বাদ দিয়েছে সৌদির ক্লাবটি।
নাভবাহারের বিপক্ষে বেনজেমাকে বাদ দেন ইত্তিহাদ কোচ গ্যালার্দো। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ফরাসি তারকার বদলে অন্য ৫ বিদেশিকে স্কোয়াডে রাখেন আর্জেন্টাইন কোচ। তারা হলেন- এনগোলো কান্তে, ফাবিনহো, আহমেদ হেজাগি, রোমারিনহো ও আবদার রাজ্জাক হামদাল্লাহ।
মন্তব্য করুন