২০২৪ সালে প্রথম গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার একমাত্র গোলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আল ফায়হাকে হারিয়েছে আল নাসর। সিআর সেভেনের একক নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল সৌদি জায়ান্টরা।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে স্বদেশি ক্লাব আল ফাইহাকে ১-০ গোলে হারিয়েছে আল নাসর। একমাত্র গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আল নাসর। প্রথমার্ধে বেশকিছু সুযোগ তৈরি করে রোনালদো-মানেরা। কিন্তু কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি নাসর। সিআর সেভেনের বেশ কয়েকটি শট ফিরিয়ে আল ফায়হাকে বিপদমুক্ত করেন সার্বিয়ান গোলকিপার ভ্লাদিমির স্টোজভিক।
বিরতির পর গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় আল নাসর। কিন্তু এবারও স্বাগতিকদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান আল ফায়হার গোলকিপার। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন রোনালদোরর হেড। এ ছাড়া আল নাসরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ডারসন তালিস্কার শটও ফিরিয়ে দেন স্টোজভিক। কিন্তু ৮১ মিনিটে আল রোনালদোকে ঠেকাতে পারেনি আল ফায়হা। মার্সেলো ব্রোজোভিচের অ্যাসিস্টে বছরের প্রথম গোলটি করেন পর্তুগিজ যুবরাজ।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। এদিন ক্লাব ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলেতে নামেন সিআর সেভেন। এমনকি ২০০২ থেকে ২০২৪—প্রতিবছরই গোলের দেখা পেয়েছেন এই পর্তুগিজ যুবরাজ। এ গোল নিয়ে ক্যারিয়ারে ৮৭৪তম গোল করলেন রোনালদো।
আগামী বুধবার রিয়াদে টুর্নামেন্টের ফিরতি লেগে আল ফায়হার মাঠে নামবে খেলবে আল নাসর।
মন্তব্য করুন