গত মৌসুমেই স্প্যানিশ লা লিগায় শিরোপা জয় করে কাতালান জায়ান্ট বার্সেলোনা। তবে এক মৌসুম শেষেই দলটির খেই হারিয়ে ফেলার অবস্থা। লিগে বাজে অবস্থার কারণে এই মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ছেন দলটির কোচ জাভি হার্নান্দেজ। কোচের এমন ঘোষণায় প্রথমে পারফরম্যান্সে উন্নতি দেখালেও সর্বশেষ গ্রানাডার বিপক্ষে কোনমতে পয়েন্ট নিতে পেরেছে বার্সা। লিগ টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়েও ইতোমধ্যে পিছিয়ে পড়েছে ১০ পয়েন্টে এই অবস্থা থেকে শিরোপা জয় কঠিন তবে এখনও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন বার্সার এই স্প্যানিশ কোচ।
এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে রোববার রাতে লা লিগার ম্যাচে গ্রানাডার বিপক্ষে অল্পের ৩-৩ গোলে ড্র করতে পেরেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই ড্রয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে টেবিলের তিনে থাকা বার্সা। তবে তবুও হাল ছাড়তে নারাজ বার্সা কোচ।
ম্যাচ শেষে জাভি সংবাদমাধ্যমকে বলেন, ‘আসলে লক্ষ্য এমন এক জিনিস যা সহজে ছুড়ে ফেলা যায় না। আমরা লিগ শিরোপা জয়ের লক্ষ্যও ছেড়ে দিচ্ছি না, তবে কাজটি এখন আমাদের জন্য অনেক কঠিন তবে অসম্ভব নয়।’
‘ভিয়ারিয়ালের বিপক্ষে সেদিন পাঁচ গোল হজম করতে হয়েছিল আমাদের, আজকে হজম করতে হয়েছে ৩টি। এইভাবে গোল হজম করলে প্রতিযোগিতায় টিকে থাকার ব্যাপারটি কঠিন করে তোলে, এমনকি শিরোপা জয়ের ব্যাপারটিও। তবে শেষ দুটি ম্যাচে আমরা ভালো খেলেছি। রক্ষণ কঠোর পরিশ্রম করেছে। এখন আমাদের ভাবনায় পরের ম্যাচটি।’
ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকাকে আরও কঠিন করে তুলেছে বার্সা। ২৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৫১। সমান ম্যাচে তাদের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা জিরোনাও বার্সার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছে।
মন্তব্য করুন