দেশের ফুটবলে সোনালী সময়ের কিং ব্যাক খ্যাত জাতীয় দল ও ঢাকা আবাহনীর সাবেক অধিনায়ক মোনেম মুন্নার ১৯তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। নারায়ণগঞ্জের বন্দরে ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন দেশসেরা এই ডিফেন্ডার। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
১৯৮১ সালে পাইওনিয়ার দিয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ক্ষণজন্মা এ ফুটবলার। পরের বছর শান্তিনগর ক্লাবের হয়ে খেলেন দ্বিতীয় বিভাগের ফুটবল। ১৯৮৩ সালে মুন্নাকে দলে ভিড়িয়ে দ্বিতীয় বিভাগ লিগ চ্যাম্পিয়ন হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
দুই মৌসুমে এ ক্লাবের হয়ে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলেন তিনি। পরের বছর যোগ দেন ব্রাদার্স ইউনিয়নে। এরপর ১৯৮৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত খেলেন ঢাকা আবাহনীর হয়ে। ১৯৯১ সালে ঢাকা লিগে ২০ লাখ টাকা পারিশ্রমিক পেয়ে রেকর্ড গড়েন মুন্না।
বাংলাদেশ জাতীয় দলের জার্সিতেও মোনেম মুন্না ছিলেন অপরিহার্য। দেশসেরা ফুটবলার হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত খেলেন ভারতের ইস্ট বেঙ্গল ক্লাবে।
১৯৯৯ সালের রমজান মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এ তারকা ফুটবলার। সেখানেই তার কিডনির সমস্যা ধরা পড়ে। ২০০৫ সালের ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয় মুন্নাকে। প্রায় তিন সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ওই বছরের ১২ ফেব্রুয়ারি সকাল ৬টায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
মন্তব্য করুন