একদিন আগে জর্ডানকে হারিয়ে এশিয়ান কাপের শিরোপা জিতেছে স্বাগতিক কাতার। পরদিন রাতে নাইজেরিয়াকে কাঁদিয়ে আফ্রিকা কাপ অফ নেশনসের (আফকন) মুকুট পরল স্বাগতিক আইভরি কোস্ট। সুপার ঈগলদের হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের নজির গড়ল আফ্রিকার হাতিরা।
রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ২টায় আবিদজানের আলাসানে আউত্তারা স্টেডিয়ামে নেশনস কাপের ফাইনালে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আইভরি কোস্ট।
অধিনায়ক উইলিয়াম ট্রোস্ট-ইকং নাইজেরিয়াকে এগিয়ে নিলেও ফ্রাঙ্ক কেসিয়ে ও সেবাস্তিয়ান হালারের গোলে তৃতীয় ট্রফি ঘরে তোলে স্বাগতিকরা।
আইভরি কোস্ট প্রথমবার আফকনের শিরোপা জিতেছিল ১৯৯২ সালে। ২০১৫ সালে দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছিল আফ্রিকার হাতিরা। ৯ বছর পর আবারও মহাদেশীয় ফুটবলে সেরার মুকুট ফিরে পেল তারা।
ঘরের মাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রভাব বিস্তার করে খেলে আইভরি কোস্ট। নাইজেরিয়ার পোস্টে ৮টি শট নিলেও একটির বেশি লক্ষে রাখতে পারেনি স্বাগতিকরা। পক্ষান্তরে একটির বেশি গোল পোস্টে শট নিতে পারেনি সুপার ঈগলরা। প্রথমার্ধে তিনটি শট নিলেও পিছিয়ে পড়ে আইভরি কোস্ট।
ম্যাচের ৩৮ মিনিটে গোলের দেখা পায় নাইজেরিয়া। কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন অধিনায়ক ট্রোস্ট-ইকং।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ মরিয়া হয়ে ওঠে আইভরি কোস্ট। একের পর এক আক্রমণে নাইজেরিয়ার রক্ষণভাগ ব্যস্ত রাখেন হলার-আদিনগ্রারা। সেই ধারাবাহিকতায় ৬২ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। কর্নার থেকে হেডে ব্যাবধান ১-১ করেন আল নাসর মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসিয়ে। ৮১ মিনিটে স্টেডিয়াম ভর্তি দর্শকদের উল্লাসে মাতান ক্যান্সারজয়ী ফুটবলার সেবাস্তিয়ান হলার।
সিমন আদিনগ্রার পাসে আইভরি কোস্টকে ইতিহাসের তৃতীয় নেশনস কাপের শিরোপা জেতান বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড।
মন্তব্য করুন