সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শেষটা হলো নাটকীয়তায়। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ-ভারত। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী পেনাল্টি শুট আউটে গড়ায় ম্যাচটি। সেখানেও রোমাঞ্চ ছড়িয়ে ১১-১১ ব্যবধানে সমতায় শেষ হয়। টস ভাগ্যে ভারতকে জয়ী ঘোষণা করেন ম্যাচের রেফারি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় বাংলাদেশের ফুটবলার-অফিসিয়ালরা।
ম্যাচ কমিশনারের সঙ্গে আলোচনা শুরু করেন তারা। তখন মাঠ ছেড়ে বাইরে চলে যায় ভারত দল। এরপরই ম্যাচ কমিশনার আবার জানান, বাইলজে না থাকায় টসের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। যার ফলে, ভারতের ফাইনাল জয়ের সিদ্ধান্তও পরিবর্তন করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন