স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪০ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে আর্জেন্টিনার সেরা সমর্থক

তার সেই বিখ্যাত ড্রামের পাশে ‘এল তুলা’। ছবি : সংগৃহীত
তার সেই বিখ্যাত ড্রামের পাশে ‘এল তুলা’। ছবি : সংগৃহীত

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ট্রফি জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিল। আলবিসেলেস্তেরা সোনালি ট্রফি জয়ের পাশাপাশি তাদের সমর্থকদেরও প্রশংসা এসেছিল ফুটবল বিশ্বের সব প্রান্ত থেকে। তাদের এই অভূতপূর্ব সমর্থন তাদের এনে দিয়েছিল সেরা সমর্থকের পুরস্কারও। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত কার্লোস পাসকুয়াল যাকে আর্জেন্টিনার সবচেয়ে বিখ্যাত ফুটবল ভক্ত বলে বলা হয় তিনি আর মেসিদের সমর্থনে মাঠে থাকবেন না। ৮৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন ‘এল তুলা’ ডাক নাম পাওয়া এই ফুটবল পাগল ভক্ত।

পাসকুয়াল আর্জেন্টিনার জাতীয় দলের সম্ভবত সবচেয়ে বিখ্যাত ভক্ত ছিলেন। সম্প্রতি স্বাস্থ্য জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি কোমায় চলে যান এবং পরে স্বাস্থ্য জটিলতা থেকে তিনি মৃত্যুবরণ করেন।

‘এল তুলা’ বিভিন্ন প্রতিযোগিতা ও ম্যাচে জাতীয় দলকে গলা ফাটিয়ে সমর্থন দেওয়ার জন্য বিখ্যাত হয়ে ওঠেন। তবে তিনি বেশি পরিচিতি পান যখন তিনি কাতারে ২০২২ বিশ্বকাপের পরে সমস্ত আর্জেন্টাইনদের পক্ষ থেকে ‘সেরা ভক্ত’-এর জন্য ফিফার পুরস্কার হাতে নেন।

পাসকুয়ালকে বেশ সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ‘এল তুলার’ পরিবার কয়েকদিন আগেই সামাজিক মাধ্যমে ব্যাপারটি সম্পর্কে জানিয়েছিল, যেখানে তারা তার স্বাস্থ্যের উন্নতির জন্য সমর্থকদের কাছে দোয়া চেয়েছিল।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘বুয়েনেস এইরেস’ জানিয়েছে, বুয়েনস এইরেসে মিতের সানাতোরিয়ামে গত ৩১ জানুয়ারি অস্ত্রোপচার করান তুলা। এর আগে কয়েক বছর নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। এ কারণেই অস্ত্রোপচার করানো হয়েছিল। লিওনেল মেসির এলাকা রোজারিওতে জন্ম নেওয়া আর্জেন্টাইন ফুটবলের একনিষ্ঠ ভক্ত এই মানুষটিকে আর তার জাতীয় দলের ম্যাচে গ্যালারিতে দেখা যাবে না।

আর্জেন্টিনার পাগলা এই ভক্ত জার্মানিতে ১৯৭৪ সালের বিশ্বকাপ থেকে শুরু করে কাতারে ২০২২ সালের শেষ পর্যন্ত মোট ১৩টি বিশ্বকাপে আলবিসেলেস্তেদের সমর্থন করে গেছেন।

ফিফা দ্য বেস্ট পুরস্কার নেওয়ার সময়ও তিনি ম্যাচের জন্য যে সমস্ত পোশাক পরতেন তা পরেই সেখানে উপস্থিত ছিলেন।

তিনি পুরস্কার নেওয়ার পর বলেন, ‘একজন আর্জেন্টাইন হিসাবে আমি খুব খুশি কারণ আমরা সব পুরস্কার জিতেছি। ‘এল ডিবু,’ স্কালোনি, মেসি। এখন, একজন ভক্ত হিসেবে আমি খুব খুশি কারণ আমি সেই জার্মানি ১৯৭৪ সাল থেকে এখন পর্যন্ত আমি সব বিশ্বকাপ এবং কোপা আমেরিকাতে গিয়েছি।’

‘এই মুহূর্তে, ৮২ বছর বয়সে, আমি সর্বত্রই ছিলাম। আমি দরিদ্র, কিন্তু আমি সারা বিশ্ব ভ্রমণ করেছি। আমি আরেকজন ভক্ত যে হাজার হাজার আর্জেন্টাইনদের প্রতিনিধিত্ব করতে এসেছি যারা আমাদের প্রিয় জাতীয় দলের জন্য উল্লাস করছে। এ ছাড়াও সারা বিশ্বে আমাদের দলের জন্য লক্ষ্য লক্ষ্য ভক্ত উদযাপন করে।’ তিনি মন্তব্য করেন।

শৈশবকালে, প্যাসকুয়াল গিগান্তে দে অ্যারোইটো স্টেডিয়ামের কাছে যেখানে ক্লাবটি অবস্থিত সেখানে থাকতেন। তুলার ছেলে জানায় যে তার বাবা স্রেফ সুযোগে স্ট্যান্ডে বেস ড্রাম বাজাতে শুরু করেছিলেন - এটি আলবিসেলেস্তের প্রতি তার আবেগ ছিল যা তাকে সারা বিশ্বে পরিচিত করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে পলিটেকনিকের শিক্ষার্থীরা এবার বসলেন আমরণ অনশনে

বগুড়ায় ৫ ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

৩ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ফরিদপুর

ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন ‘প্ল্যান বি’

আ.লীগের মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার

১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচন চায় এনসিপি

সরিয়ে দেওয়া হলো স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও

রেকর্ড ভেঙে সোনার দামে নতুন ইতিহাস

আরেক দেশকে নিয়ে ‘বিশাল যুদ্ধ মহড়ায়’ যুক্তরাষ্ট্র

বাকেরগঞ্জে কারখানা নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

১০

টানা পাঁচ দিন ঝরবে বৃষ্টি    

১১

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মিরসরাই

১২

মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি বুধবার

১৩

লেভানডভস্কির চোটে বার্সা শিবিরে দুঃশ্চিন্তা

১৪

ডিসি শাকিলাকে রেলওয়ে পুলিশে বদলি

১৫

ছাত্রদলে পদ পেতে স্ত্রীকে তালাক, ফয়সাল রেজার অব্যাহতি

১৬

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা

১৭

প্রেমে ব্যর্থ হয়ে ধর্মগুরু হন পোপ ফ্রান্সিস

১৮

পূর্ব শত্রুতার জেরে কৃষকের পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ

১৯

তুরস্কের ভয়ংকর ড্রোনের জনক কে এই সেলচুক বায়রাকতার

২০
X