আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে উঠেছে আইভরি কোস্ট ও নাইজেরিয়া। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় সুপার ঈগলসরা। অন্যদিকে রাতের দ্বিতীয় সেমিফাইনালে কঙ্গোকে একমাত্র গোলে হারিয়েছে স্বাগতিকরা। নাইজেরিয়াও। আগামী সোমবার (১২ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালে নাইজেরিয়ার মুখোমুখি হবে আইভরি কোস্ট।
বুধবার (৭ ফেব্রুয়ারি) নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র করে নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা। পেনাল্টি শ্যুট আউটে ৪-২ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে সুপার ঈগলসরা। দ্বিতীয় সেমিতে ক্যানসারজয়ী সেবাস্তিয়ান হলারের একমাত্র গোলে ডিআর কঙ্গোকে হারিয়েছে আইভরি কোস্ট।
আফ্রিকান নেশন্স কাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে শেষ পর্যন্ত নাইজেরিয়ার সঙ্গে পেরে ওঠেনি বাফানারা। আর তাতেই ফাইনালের টিকিট কনফার্ম করেছে সুপার ঈগলস খ্যাত নাইজেরিয়া।
সেমিফাইনালে সমানতালে লড়েছিল নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ হয়। তবে বিরতির পরই এগিয়ে যায় নাইজেরিয়া। পেনাল্টি থেকে নাইজেরিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন অধিনায়ক ট্রোস্ট-একং। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নাটকীয়ভাবে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। পেনাল্টি থেকে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান মিডফিল্ডার টেবোনো মোকোয়েনা। এরপর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও কোনো দল গোল করতে ব্যর্থ হলে টাইব্রেকার শুরু হয়। সেখানে ব্যবধান গড়ে দেয় নাইজেরিয়া।
দ্বিতীয় সেমিতে প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবল শুরু ডিআর কঙ্গো। আসরে চমক দেখানো কঙ্গোকে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে আইভরি কোস্ট। কিন্তু প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোল পেতে ব্যর্থ হয় দুদলই। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোল পায় স্বাগতিকরা। মাক্স গ্রাদেলের ক্রসে আইভরি কোস্টকে গোলের আনন্দে ভাসান ক্যানসারজয়ী ফরোয়ার্ড সেবাস্তিয়ান হলার। আর তাতেই ঘরের মাঠে ফাইনাল নিশ্চিত করে আইভরি কোস্ট।
মন্তব্য করুন