কাতার যে এশিয়ার ফুটবলে উঠতি শক্তি তার প্রমাণ তারা এর আগের এশিয়ান কাপের আসরের শিরোপা জয় করেই দিয়েছিল। এবারের আসরেও বর্তমান চ্যাম্পিয়ন দলটিই আবারও চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগোচ্ছে। যার পরবর্তী ধাপ হিসেবে বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে সেমিফাইনালে শক্তিশালী ইরানকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। আগামী রোববার ফাইনালে আরেক আরবের দেশ জর্ডানের মুখোমুখি হবে তারা।
বুধবার রাতের ম্যাচে শুরুতে গোল দিয়েও ইরানিরা জিততে পারল না। ব্লু সামুরাইদের হারিয়ে সেমিতে নাম লিখেছিল ইরান তবে স্বাগতিক কাতারের সামনে পাত্তা পেল না তারা।
দোহার আল থুমামা স্টেডিয়ামে অসাধারণ এক ম্যাচ উপহার দিয়েছিল এশিয়ার দুই শক্তিশালী দেশ। ম্যাচের চতুর্থ মিনিটেই সরদার আজমাউনের গোলে এগিয়ে যায় ইরান।
তবে মাত্র ১৭ মিনিট লিড ধরে রাখতে পেরেছিল তারা। জাসেম আবদুল সালামের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। সমতায় ফেরার পর প্রথমার্ধেই স্বাগতিক কাতারকে এগিয়ে দেন আকরাম আফিফ। ৪৩তম মিনিটে তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় ইরান। অধিনায়ক আলিরেজা জাহানবক্সের স্পট কিকে সমতায় ফেরে তারা।
এ অবস্থাতেই ধীরে ধীরে অতিরিক্ত সময়ের দিকে এগিয়ে চলছিলো ম্যাচ। তবে ৮২ মিনিটে স্বাগতিক দর্শকদের মুখে আলমোয়েজ আলির গোল হাসি ফোঁটায়। তার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় কাতার। শেষ মুহূর্তে গোল পরিশোধের জোর প্রচেষ্টা চালায় ইরান। কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো ৯০+৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন সোজা খলিলজাদেহ।
মন্তব্য করুন