নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে ভারত। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে নেপালিজ কিশোরীদের ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ভারতীয় নারীরা। টুর্নামেন্টের ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক বাংলাদেশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৪-০ গোলে হারায় ভারত। ম্যাচের ৪টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
নেপালের বিপক্ষে ভারতের আজকের ম্যাচটি ছিল ‘অলিখিত সেমিফাইনাল’। যেখানে প্রতিপক্ষকে সহজেই হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারতের মেয়েরা। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের মেয়েরা।
রাউন্ড রবিন লিগের প্রথম ম্যাচে ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দেয় ভারত অনূর্ধ্ব-১৯ নারী দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে হারের স্বাদ পায় তারা। তবে তৃতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কাটে ভারত।
অন্যদিকে নেপালকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিক মেয়েরা। আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে গড়াবে প্রতিযোগিতার শিরোপা লড়াই।
সাফ অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ৩টি ফরম্যাটের বয়সভিত্তিক প্রতিযোগিতা মাঠে গড়িয়েছে চারবার। যার তিনবারই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এ ছাড়া ২০২২ সাফ অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলেছিল ভারত।
মন্তব্য করুন