এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজরা। এদিন ফাইনালের আরেক টিকিট নিশ্চিত করতে ‘অলিখিত সেমিফাইনাল’-এ লড়বে ভারত ও নেপাল।
ম্যাচে ড্র করলেই ফাইনালের টিকিট পাবে ভারত। ফাইনাল নিশ্চিতে করতে হলে নেপালের সামনে জয়ের বিকল্প নেই। দুই দেশই বাংলাদেশে কাছে হেরেছে; দেশ দুটি হারিয়েছে ভুটানকে। বাংলাদেশের কাছে ১-০ গোলে হারা ভারত ভুটানের বিপক্ষে ১০-০ গোলে জিতেছে। অপরদিকে বাংলাদেশের কাছে ৩-১ গোলে হারা নেপাল ১-০ গোলে ভুটানকে হারিয়েছে। গোল গড়ে শক্ত অবস্থানে আছে ভারত। এ কারণে ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে দেশটির।
ভুটান ম্যাচটা বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকতার উপলক্ষ। এ ম্যাচ দিয়ে দলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিতে চাইবেন প্রধান কোচ সাইফুল বারী টিটু। ফাইনালের আগে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি নিয়মিত ফুটবলারদের বিশ্রামের বিষয়ও মাথায় রাখতে হচ্ছে এ কোচকে। নেপাল ও ভারতের বিপক্ষে দুটি টাফ ম্যাচ খেলার পর মোসাম্মাদ সাগরিকা-স্বপ্না রানীদের ঝুঁকিমুক্ত রাখার বিষয় মাথায় রাখতে হচ্ছে বাংলাদেশ কোচকে। এ কারণে সোমবার বাংলাদেশ দল অনুশীলন পর্ব বাতিল করেছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারত-নেপাল ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়। বাংলাদেশ-ভুটান ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। ম্যাচের আগে দলের একাধিক ফুটবলারের হালকা চোট আছে বলে নিশ্চিত করেছে দলের একটা সূত্র। তবে সেটা গুরুতর নয়। ফাইনালের আগে অহেতুক ঝুঁকি এড়াতে বিশ্রাম দেওয়া হতে পারে একাধিক ফুটবলারকে।
মন্তব্য করুন