দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বে সাফের অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের আসর চলছে বাংলাদেশে। নেপাল, ভুটান, ভারত ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে চার জাতির এই আসর শুরু হয়েছে শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে স্বাগতিকরা। চাপমুক্ত ফুটবল খেলে ভারতের বিপক্ষে জয় তুলে ফাইনালের পথে এগিয়ে যেতে চান বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু। কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বাংলাদেশের বড় বাধা এখন ভারত। এছাড়াও নারী ফুটবলে ভারত-বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটিও এখানে উঠে এসেছে। ভারত ম্যাচকে সামনে রেখে ম্যাচের আগেও অনুশীলনে ব্যস্ত ছিল কিশোরীরা।
শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের চাওয়া নির্ভার খেলা। দলে ইনজুরি সমস্যা না থাকাও বড় প্লাস পয়েন্ট। তাই কোচ অপরিবর্তিত একাদশই নামাতে পারেন বলেই বিশ্বাস। ঘরের মাঠের দর্শকেরাই বাংলাদেশের বড় শক্তি হবে বলে মনে করেন অনূর্ধ্ব-১৯ নারী দলের ম্যানেজার।
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে বেশকিছু সহজ সুযোগ হাতছাড়া করার আক্ষেপ রয়েছে সাবিনা-সানজিদাদের অনুজদের। ভারতের বিপক্ষে সেসব ভুল করতে চায় না বারীর শিষ্যরা। পূর্ণ পয়েন্ট নিয়ে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চান অধিনায়ক।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এর আগে ভারতের বিপক্ষে শেষ চার দেখায় দুই জয়ের সঙ্গে দুই হার আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
এবারের আসরের শুরুটা প্রত্যাশিত হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারায় স্বাগতিক দল। ভারতের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। ভারতও প্রথম ম্যাচে ১০-০ গোলের বড় জয় পেয়েছে।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ওয়ার্ল্ড।
মন্তব্য করুন