সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের নারীরা। সাগরিকার জোড়া গোলে সহজ জয় পেয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শুরু থেকে আধিপত্য ধরে রাখা স্বাগতিকদের অবশ্য গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত। স্বপ্নার পাস থেকে নিজের প্রথম গোল করেন সাগরিকা। তার দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন টিটুর শিষ্যরা। এবার গোল করেন মুনকি আকতার।
প্রথমার্ধে পেনাল্টি মিস না করলে ব্যবধান ৩-০ হতে পারত। তবে আফেইদা পেনাল্টি স্পট থেকে গোল করতে ব্যর্থ হন।
বিরতির পর নেপাল লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয়। গোলরক্ষকের ভুলে ৫৩ মিনিটে গোল হজম করে বসে বাংলাদেশ। গোল করে ব্যবধান কমান শুকরিয়া মিয়া। তবে নিজেদের ফিরে পেতে সময় নেয়নি বাংলাদেশ। ৫৭ মিনিটে নেপালের রক্ষণভাগের ফুটবলারকে কাটিয়ে দারুণ এক গোল করেন প্রথম গোলের নায়ক সাগরিকা। ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দিনের আরেক ম্যাচে ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারতের মেয়েরা।
মন্তব্য করুন