কোপা দেল রে ও লা লিগায় টানা দুই হারে বিপর্যস্ত বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। একের পর এক হারে আত্মবিশ্বাসের পারদ তলানিতে গিয়ে ঠেকে কাতালান জায়ান্টদের। দলের এমন দুঃসময়ে ত্রাতা হিসেবে আবির্ভাব হলেন ব্রাজিলিয়ান রোনালদোখ্যাত ভিতর রকি। সেলেসাও ফরোয়ার্ডের একমাত্র গোলে ওসাসুনাকে হারিয়ে জয়ে ফিরেছে জাভি হার্নান্দেজের দল।
বুধবার (৩১ জানুয়ারি) রাতে অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে লা লিগায় টেবিলের নিচের দল ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। ম্যাচের পঞ্চম মিনিটে বক্সের বাইরে সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন জোয়াও ফেলিক্স। এগারো মিনিটের সময় লেভান্ডোভস্কির হেড পোস্টের বাইরে দিয়ে যায়। ফলে প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
বিরতির পরও গোল মিসের ধারা অব্যাহত রাখে কাতালান ক্লাবটি। ৬২ মিনিটের মাথায় ফেরমিন লোপেজকে তুলে নামানো হয় ভিতর রকিকে। মাঠে প্রবেশের ১ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বার্সেলোনার জার্সিতে নিজের প্রথম গোলটি করেন ১৮ বছর বয়সী ফুটবলার। জোয়াও ক্যানসেলোর ক্রসে হেডে বল জালে জড়ান নতুন রোনালদোখ্যাত রকি। ৭৯ মিনিটে লেভান্ডোভস্কির গোল অফসাইডের কারণে বাতিল হয়। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থান ধরে রেখেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে অবস্থান করছে।
মন্তব্য করুন