মিসরকে হারিয়ে ২০১৮ সালে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অফ নেশন্সের চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। এবার শেষ ষোলোর বাঁধা পেরোতে পারলো না সাদিও মানের দল। নকআউট পর্বের লড়াইয়ে স্বাগতিক আইভরি কোস্টের বিপক্ষে ট্রাইবেকারে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে সেনেগাল। পরাজয়ের পর আফ্রিকান ফুটবল ফেডারেশনকে দুর্নীতিগ্রস্ত বলেছেন সাদিও মানের সতীর্থ ক্রেপিন দিয়াত্তা।
সোমবার (২৯ জানুয়ারি) আফ্রিকান নেশনস কাপের শেষ ষোলোতে আইভরি কোস্টের কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে বিদায় নিয়েছে সেনাগাল।
আবিদজানে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সেনেগাল। ১৬ মিনিটে হাবিব দিয়ালোর গোলে এগিয়ে গিয়েছিল বর্তমান শিরোপাধারীরা। ম্যাচের একদম শেষ মুহূর্তে সমতায় ফিরে আসে আইভরি কোস্ট। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি।
সেনেগালের ডি-বক্সে ফাউলের শিকার হয় আইভরি কোস্টের ফুটবলার। ভিএআর দেখার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ক্রেপিন দিয়াত্তার অভিযোগটা মূলত এখানেই। এর আগে ম্যাচের ৫৫ মিনিটে সেনেগালের ঢোকেন সারকে বক্সের মধ্যে ফেলে দেন স্বাগতিক ডিফেন্ডার ওডিলন। তখন রেফারি ফাউল তো দেননি এমনকি ভিএআর পরীক্ষা করার প্রয়োজনীয়তাও মনে করেননি।
ম্যাচের শেষে আফ্রিকান ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের ধুইয়ে দেন দিয়াত্তা। তাদের উদ্দেশ্য করে বলেন, 'ভিএআর দেখে আইভরি কোস্টকে পেনাল্টি দিতে পারেন। অথচ আমাদের খেলোয়াড় (সার) বল পায়ে ৪০ মিটার দৌড় দিয়ে বক্সে ঢোকে এবং পড়ে যায় আপনাররা ভিএআর দেখতে চান না। দুঃখিত তবে এটা বলতেই হবে আপনারা দুর্নীতিগ্রস্ত। নেশন্স কাপ রেখে দিন।'
মন্তব্য করুন