বিশ্ব ফুটবলে লিওনেল মেসির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ফুটবল মহাতারকার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেদের ব্র্যান্ডের পণ্যের বিজ্ঞাপন তৈরি করেন অ্যাডিডাস, অ্যাপলের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো। আর্জেন্টাইন অধিনায়ক ইন্টার মায়ামিতে যোগ দিয়ে গোটা মার্কিন ফুটবল দুনিয়াকে পাল্টে দিয়েছেন। এবার অষ্টম ব্যালন ডি’অর জয়ী তারকার খ্যাতিকে কাজে লাগাতে চলেছে এনএফএলের (ন্যাশনাল ফুটবল লিগ) চ্যাম্পিয়নশিপ ম্যাচ ‘সুপারবোল’।
ইন্টার মায়ামি অধিনায়ক নিয়ে বিজ্ঞাপন তৈরি করেছে সুপারবোল। ৬০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন থেকে ১ কোটি ৪০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৫৩ কোটি ৪৭ লাখ টাকা নেন মেসি। এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওন।
মিশেলব আল্ট্রা আমেরিকার তৃতীয় বৃহত্তম বিয়ার কোম্পানি। গত বছরে এই বিয়ার কোম্পানির সাথে যুক্ত হন মেসি। অতি সম্প্রতি এই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নেন মায়ামি অধিনায়ক। আগামী ১১ ফেব্রুয়ারি লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল) সুপারবোলের বিরতির সময় দেখানো হবে মিশেলব আল্টা ব্র্যান্ডের বিজ্ঞাপন।
এই ব্র্যান্ডটি ৩০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য ৭০ লাখ ডলার বা বাংলাদেশি ৭৬ কোটি ৭৩ লাখ টাকা প্রদান করে মেসিকে। অর্থাৎ ১ মিনিটের বিজ্ঞাপনে অংশ নিয়ে আর্জেন্টাইন মহাতারকা পাচ্ছেন ১ কোটি ৪০ লাখ ডলার বা বাংলাদেশি ১৫৩ কোটি ৪৭ লাখ টাকা।
মিশেলব আলট্রা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির বিজ্ঞাপনের একাধিক টিজার প্রকাশ করেছে। ১৫ সেকেন্ডের একটি টিজারে দেখা যায়, সাগরপাড়ে ফুটবল খেলছেন মেসি। কয়েকজনকে ড্রিবল করে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। পাশে থাকা পর্যটকরা মায়ামি তারকার বাঁ পায়ের জাদু মুগ্ধতাভরে দেখছেন।
মন্তব্য করুন