আফ্রিকান নেশনস কাপের নকআউট পর্ব থেকে বিদায় নিয়েছে মোহাম্মাদ সালাহর মিসর। নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হওয়ার পর ট্রাইবেকারে ৮-৭ ব্যবধানে হেরেছে বর্তমান রানার্সআপরা। এরই সঙ্গে প্রতিযোগিতার রেকর্ড সপ্তম চ্যাম্পিয়ন মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ডিআর কঙ্গো।
রোববার (২৮ জানুয়ারি) আইভরি কোস্টের স্তাদে লৌরেন্ট পৌকু স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র করে মিসর ও ডিআর কঙ্গো। কঙ্গোর হয়ে গোল করেন মৌসচাক এলিয়া এবং মিসরের হয়ে সমতায় ফেরান ফরোয়ার্ড মোস্তফা মোহাম্মেদ।
আফ্রিকান নেসন্স কাপে মিসরের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে ছিটকে পড়েন মোহাম্মদ সালাহ। দলের প্রধান তারকার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়নরা। প্রতিযোগিতার শেষ ষোলোর লড়াইয়ে ম্যাচের ৩৭ মিনিটে পিছিয়ে পড়ে মিসর। টুর্নামেন্টে চমক দেখানো ডিআর কঙ্গোকে ১-০ গোলে এগিয়ে দেন স্ট্রাইকার এলিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফিরে আসে বর্তমান রানার্সআপরা। মোস্তফা মোহাম্মেদ ডিআর কঙ্গোর জালে বল জড়ান।
দ্বিতীয়ার্ধে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। এমনকি ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও গোল করতে ব্যর্থ হয় মিসর ও ডিআর কঙ্গো। ১২০ মিনিটের খেলা শেষেও ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে।
পেনাল্টিতে দুদলই নিজেদের দ্বিতীয় কিক থেকে গোল করতে ব্যর্থ হয়। পরের তিনটি শট থেকে গোল পায় মিসর ও ডিআর কঙ্গো। প্রথম পাঁচ পেনাল্টি শেষে স্কোর দাঁড়ায় ৪-৪। ষষ্ঠ ও সপ্তম স্পটকিককে জালে জড়ালেও অষ্টম পেনাল্টি ক্রসবারের ওপর দিয়ে মারেন মিসরের গোলকিপার মোহামেদ আবুও গাবেল। কিন্তু অষ্টম পেনাল্টি কিক থেকে গোল করতে ভুল করেননি ডিআর কঙ্গোর কিপার লিওনেল এমপাসি এনজাও। সেই সঙ্গে ৭-৮ ব্যবধানে হেরে আফকন থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ সালাহর মিসর।
মন্তব্য করুন