ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে ওয়েলসের নিউপোর্ট কাউন্টির মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোলে পিছিয়ে পড়েও ২-২ ব্যবধানে সমতায় এনেছিল ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের চতুর্থ স্তরের ক্লাবটি। কিন্তু শেষ পর্যন্ত রেড ডেভিলদের চমকে দিতে পারেনি দলটি। ৪-২ গোলে জিতে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে ম্যানইউ।
রোববার (২৮ জানুয়ারি) রডনি প্যারেড স্টেডিয়ামে ৬৭ মিনিট পর্যন্ত ২-২ ব্যবধানে সমতায় ছিল ম্যানইউ ও নিউপোর্ট কাউন্টির এফএ কাপের ম্যাচ। অ্যান্টনি ও রাসমুস হইলুন্দের গোলে স্বপ্নের সমাধি ঘটে রেড ডেভিল সমর্থক আইরিশ কোচ গ্রাহামের কখলানের নিউপোর্ট কাউন্টির।
নিউপোর্টের ঘরের মাঠ রডনি প্যারেডের দর্শক ধারণক্ষমতা মাত্র ৭ হাজার ৮৫০। নিজেদের মাঠে ম্যাচের ১৩ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে দলটি। ম্যানইউকে প্রথমবারের মতো এগিয়ে দেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। ১৩ মিনিটে গোল ব্যবধান ২-০ করেন ইংলিশ মিডফিল্ডার কোবি মাইনু। তখন সবাই ভেবে নিয়েছিল গোলবন্যায় ভেসে যাবে দেশটির ঘরোয়া ফুটবলের চতুর্থ স্তরের ক্লাবটি। কিন্তু ৪৭ মিনিটের মধ্যে ২-২ ব্যবধানে সমতায় ফিরে চমক দেখায় নিউপোর্ট।
ম্যাচের ৩৬ মিনিটে ব্যবধান কমায় কখলানের নিউপোর্ট। ইউনাইটেডের জালে লক্ষ্যভেদ করেন ব্রাইন মরিস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটের স্কোর ২-২ সমতায় করে ফেলে নিউপোর্ট। উইল ইভান্সের গোলে মাঠে উপস্থিত ৭ হাজার ৮৫০ দর্শক আনন্দে আত্মহারা হয়ে যান। রডনি প্যারেডের উন্মাদ দর্শকরা তখন অঘটনের স্বপ্নও দেখতে শুরু করেছিলেন।
কিন্তু ৬৮ মিনিটের মাথায় প্রতিপক্ষকে চুপ করিয়ে দেয় ম্যানইউ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্টনি দুর্দান্ত এক গোল করেন। অতিরিক্ত সময়ে ৪ মিনিটের সময় নিউপোর্টের জালে বল জড়িয়ে দেন রাসমুস হইলুন্দ। ডেনিশ ফরোয়ার্ডের গোলে ৪-২ ব্যবধানে জিতে এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করে এরিক টেন হাগের দল।
পঞ্চম রাউন্ডে নটিংহাম ফরেস্ট অথবা ব্রিস্টল সিটিকে প্রতিপক্ষ হিসেবে পাবে ম্যানইউ।
মন্তব্য করুন