নরউইচ সিটিকে গোলবন্যায় ভাসিয়ে এফএ কাপের কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে লিভারপুল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে ঘরের মাঠে কোনো রকম পাত্তায় দেয়নি জার্গেন ক্লপের শিষ্যরা। প্রথমাধে সমানতালে লড়লেও দ্বিতীয়ার্ধে শেষে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে নরউইচ। রোববার (২৮ জানুয়ারি) এফএ কাপের কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে নরউইচ সিটিকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে কুর্টিস জোনস, ডারউইন নুনেজ, ডিয়েগো জোটা, ভার্জিল ফন ডাইক ও রায়ান গ্রেনভেনব্রেচ একটি করে গোল করেন। ঘরের মাঠে ১৬ মিনিটের মাথায় এগিয়ে যায় লিভারপুল। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি নরউইচ সিটিও। ২২ মিনিটে ব্যবধান ১-১ করেন গিবসন। ২৮ মিনিটে আবারও পিছিয়ে যায় নরউইচ। ডারউইন নুনেজ ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে নরউইচকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে লিভারপুল। ৫৩ মিনিটে গোল ব্যবধান ৩-১ করেন ডিয়েগো জোটা। ৬৩ মিনিটে ডোমিনিক সোবোলসযাইয়ের অ্যাসিস্ট থেকে গোল করে সেটাকে ৪-১ করেন ভার্জিল ফন ডাইক। ৬৯ মিনিটে বোরজা সাইঞ্জের গোলে ব্যবধান ৪-২ করে নরউইচ। তবে অতিরিক্ত সময়ে লিভারপুলের হয়ে পঞ্চম গোলটি করেন ডাচ মিডফিল্ডার রায়ান গ্রেনভেনব্রেচ। ফলে ৫-২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
মন্তব্য করুন