বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বর্তমানে ভারতের নারী ফুটবল লিগ খেলতে ভারতে রয়েছেন। তবে লাল-সবুজদের প্রতিনিধি হয়ে ভারতে তিনি একা থাকছেন না সাবিনার পর এবার জাতীয় দলের ফুটবলার সানজিদা আক্তারও খেলবেন ভারতের লিগে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভারতের ভিসা পাওয়ায় আজ বিকেলে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন জাতীয় নারী দলের এই তারকা ফুটবলার।
ভারতের ভিসা পেয়ে উচ্ছ্বসিত সানজিদা সংবাদমাধ্যমকে জানান, ‘প্রথমবারের মতো বিদেশের লিগে খেলতে যাচ্ছি। আমার জন্য এটা একটা দারুণ বিষয়। বাংলাদেশের সবার সমর্থন ও দোয়া চাচ্ছি।’
সানজিদা ভারতে খেলবে বিখ্যাত ক্লাব ইস্ট বেঙ্গলের হয়ে। এই কারণে সানজিদার মধ্যে উচ্ছাসটা একুট বেশিই। তিনি এই নিয়ে বলেন ‘বাংলাদেশে ইস্ট বেঙ্গলের অনেক সমর্থক রয়েছে। বাংলাদেশের অনেক সিনিয়র ফুটবলাররাও (আসলাম, মুন্না, রুমি,গাউস ) ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন। ইস্ট বেঙ্গলের সমর্থকদের বাংলাদেশের ফুটবলারদের ওপর প্রত্যাশা বেশি।’
মুন্নাকে এখনো কলকাতার ফুটবলপ্রেমীরা মনে রেখেছেন। আসলাম-রুমিদের পর আবার বাংলাদেশি কেউ খেলতে যাচ্ছেন। তাই সানজিদার ওপর চ্যালেঞ্জও একটু বেশি, ‘আমার সর্বোচ্চ পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের সুনাম রক্ষা করব ইনশাআল্লাহ।’
ইস্ট বেঙ্গলে এরপর মাঠে নামবে এই মাসের ৩০ তারিখ। ওই ম্যাচেই সম্ভাবনা রয়েছে সানজিদার খেলার। অন্যদিকে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন কিকস্টার্টের হয়ে খেলছেন।
উল্লেখ্য, ২০১৮ সালেও সাবিনা ভারতের নারী লিগে খেলেছিলেন সেই সময় তার সঙ্গী ছিলেন দেশের আরেক নারী তারকা কৃষ্ণা রানী সরকার।
মন্তব্য করুন