সম্প্রতি মারা যান ব্রাজিলের 'বুড়ো নেকড়ে' নামে খ্যাত কিংবদন্তি ফুটবলার মারিও জাগালো। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয় করা প্রথম ব্যাক্তির পর এবার মারা গেলেন একই কীর্তি করা ইতিহাসের আরেক সেরা ফুটবলার জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জেতা তিনজন ফুটবলারের একজন এই বায়ার্ন মিউনিখ কিংবদন্তী আজ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।
সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। মৃত্যুকালে জার্মান কিংবদন্তি ফুটবলারের বয়স হয়েছিল ৭৮ বছর।
বিশ্বের প্রথম ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়েছিলেন ব্রাজিলের জাগালো। এর পরের স্থানে রয়েছেন জার্মানির আইকনিক এই ফুটবলার। ১৯৭৪ সালে পশ্চিম জার্মানির অধিনায়ক হয়ে বিশ্বকাপ যেতেন বেকেনবাওয়ার। আর ১৯৯০ সালে কোচ হিসেবে জার্মানিকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।
পুরো ক্যারিয়ার জুড়ে দূর্দান্ত সফল ছিলেন বেকেনবাওয়ার। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবকেও অনন্য ছিলেন কাইজার নামে পরিচিত জার্মান কিংবদন্তি। ১৯৭০ এর দশকে জার্মান পরাশক্তিদের হইয়ে হ্যাটট্রিক ইউরোপিয়ান কাপ যেতেন বেকেনবাওয়ার। এতসব অর্জন বাভারিয়ান ও জার্মান তারকাকে সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন হিসেবেও স্বীকৃতি দিয়েছে।
ফুটবল বিশ্বে মাত্র ৯ জন ফুটবলারের বিশ্বকাপ, ইউরো এবং ব্যালন ডি'অর জয়ের রেকর্ড রয়েছে। জার্মান কিংবদনন্তি বেকেনবাওয়ার তাদেরই একজন। তবে ২০০৬ বিশ্বকাপের আয়োজক হতে নির্ধারিত ফিফা সদস্যদের ভোট কিনতে তহবিল গঠন করেছিল জার্মান বিডিং কমিটি। আর সেই বিডিং কমিটির প্রধান ছিলেন বেকেনবাওয়ার।
উল্লেখ যে ২০১৬ এবং ২০১৭ সালে দুইবার হৃৎপিন্ডে অস্ত্রপচার করা হয়েছিল মিউনিখ তারকা বেকেনবাওয়ারের
মন্তব্য করুন