বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিনের বাইপাস সার্জারি হবে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)। এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
গণমাধ্যমে পাঠানো বার্তায় বাফুফে উল্লেখ করেছে, ‘বাফুফে সভাপতির মেডিকেল টিমের সদস্যদের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হৃদরোগজনিত যে কোনো প্রকার ঝুঁকি মোকাবিলায় মেডিকেল টিম থেকে বাইপাস সার্জারি করার পরামর্শই দেওয়া হয়েছে। আমরা জনসাধারণকে আশস্ত করতে চাই যে, সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতেই বাইপাস সার্জারি করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
বার্তায় আরও উল্লেখ করা হয়, ‘স্পর্শকাতর এ সময়ে বাফুফে সভাপতি সকলের কাছে দোয়া চেয়েছেন। সে সঙ্গে পারিবারিক গোপনীয়তার বিষয়টিকে সম্মান প্রদর্শনের জন্য সকলকে অনুরোধ করেছেন। বাফুফে থেকে পাঠানো বার্তায় প্রত্যাশা ব্যক্ত করে আরও উল্লেখ করা হয়, ‘আমরা নিশ্চিত বাইপাস সার্জারির পদক্ষেপ বাফুফে সভাপতির স্বাস্থ্য ও শারীরিক সুস্থতায় দীর্ঘ মেয়াদে ভূমিকা রাখবে।’
সম্প্রতি রক্তচাপ জনিত সমস্যায় আক্রান্ত হন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। পরীক্ষা-নিরীক্ষার পর হৃদরোগের জটিলতা ধরা পড়ে। অনেক যাচাই-বাছাই করে এবং মেডিকেল টিমের সদস্যদের মতামতের ভিত্তিতে বাইপাস করানোর সিদ্ধান্ত নিয়েছে সাবেক এ তারকা ফুটবলারের পরিবার।
মন্তব্য করুন