মদকাণ্ডে নিষিদ্ধ তপু বর্মণ বসুন্ধরা কিংসের জার্সিতে মাঠে ফিরলেন। প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে এ সেন্টারব্যাককে একাদশে রাখেন কোচ অস্কার ব্রুজোন।
শেখ মোরসালিনের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে মাঠে ফিরলেন এ ডিফেন্ডার। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেও গোপীবাগের ক্লাবটির বিপক্ষে ম্যাচের বেঞ্চেও জায়গা হয়নি গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ফুলব্যাক রিমন হোসেনের। জিকোর পরিবর্তে মেহেদি হাসান শ্রাবণের ওপরই আস্থা রাখেন কিংসের কোচ। আরেক ফুটবলার তৌহিদুল আলম সবুজের ওপর এখনও নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে।
মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে এএফসি কাপ ম্যাচ খেলে ফেরার পথে বিপুল পরিমান মদ নিয়ে বিমানবন্দরে ধরা পড়েন পাঁচ ফুটবলার। এ ঘটনায় অভ্যন্তরীন তদন্তের পর পাঁচজনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। অ্যাটাকিং মিডফিল্ডার মুরসালিনকে ১ লাখ এবং লেফটব্যাক রিমন হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
সেন্টারব্যাক তপুকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ করার পাশাপাশি ১ লাখ টাকা জড়িমানা করা হয়েছিল। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল জিকোকে। আরেক ফুটবলার তৌহিদুল আলম সবুজকে ২০২৩-২৪ মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়।
দুই ফুটবলারের আবেদনের প্রেক্ষিতে চলতি মাসেই তপু ও জিকোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ১২ ডিসেম্বর ক্লাবে ফিরেছেন দুই তারা। তপু তো মাঠে ফিরলেন, জিকোর ফেরার পথও কবে খুলবে!
মন্তব্য করুন