স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও সৌদিতে মেসি-রোনালদোর দ্বৈরথ

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

একটা সময় ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসির দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে ফুটবলপ্রেমীরা। কিন্তু দুজনই ছেড়েছেন ইউরোপ। কাজেই কালেভদ্রে দেখা যায় দুই মহাতারকার মহারণ। রোনালদো সৌদি আরবে, আর মেসি আছেন যুক্তরাষ্ট্রে। ফুটবলের দুই মহাতারকা, বিশ্বের দুই প্রান্তে চলে যাওয়ায় তাদের লড়াই কি আর দেখার সম্ভাবনা রয়েছে? উত্তর মিলেছে সেই প্রশ্নের।

সবকিছু ঠিক থাকলে আবারও দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ। আগামী ১ ফেব্রুয়ারি রিয়াদ সিজন কাপে দেখা যাবে দুই তারকার মহারণ। এদিন রোনালদোর আল নাসরের বিপক্ষে খেলবে মেসির ইন্টার মায়ামি। এর আগে ২৯ জানুয়ারি মায়ামি খেলবে নেইমারের আল হিলালের বিপক্ষে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে খবর নিশ্চিত করেছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। এটি হবে মায়ামির ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফর। রিয়াদের কিংডম অ্যারেনায় নেইমারের আল হিলালের বিপক্ষে খেলবে মেসিরা। চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা। কাজেই এ ম্যাচের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

নেইমারের দলের মুখোমুখির দুদিন পর রোনালদোর দলের মুখোমুখি হবে মেসিরা। সেটিও হবে কিংডম অ্যারেনাতে। দুইটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছেন মেসি-রোনালদো। এতে মেসি জয় পেয়েছেন ১৬ ম্যাচে আর রোনালদো জিতেছে ১০টিতে। আর বাকি ৯টি ড্র হয়।

আগের ৩৫ ম্যাচে ২১ গোলের পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেন মেসি। আর ২০ গোলের সাথে রোনালদোর অ্যাসিস্ট ১টি। বিবৃতিতে মায়ামি আরও জানায় উইবুক ওয়েবসাইটে এই ম্যাচগুলো টিকিটি পাওয়া যাবে। এ ছাড়া ম্যাচটি কোথায় সম্প্রচারিত হবে এবং আরও নতুন তথ্য পরে জানানো হবে।

এ ছাড়া অন্য প্রাক মৌসুম সফর সম্পর্কে আরও তথ্য পরের সপ্তাহে জানানো হবে। এরই মধ্যে মায়ামির প্রাক মৌসুমের কিছু সূচি চূড়ান্ত করা হয়েছে। জানুয়ারিতে এল সালভাদরের বিপক্ষে খেলবে মায়ামি। ফেব্রুয়ারিতে হংকংয়ের বিপক্ষে খেলবে প্রীতি ম্যাচ।

এর আগে আল নাসরে যোগ দেওয়ার পর গত জানুয়ারিতে হয় মেসি-রোনালদোর দ্বৈরথ। সেবার পিএসজির বিপক্ষে রিয়াদ অলস্টার একাদশের নেতৃত্ব দিয়েছিলেন সিআরসেভেন। মেসি, নেইমার ও এমবাপ্পেদের নিয়ে গড়া ফরাসি ক্লাবটি কাছে ৫-৪ গোলে হেরে যায় রোনালদোর দল। মেসির এক গোলের বিপরীতে জোড়া গোল করেন রোনালদো। এরপর আবারও সৌদি আরবেই দেখা হচ্ছে দুই মহাতারকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কীভাবে কার্যকর হবে গাজায় যুদ্ধবিরতি, জানালেন বাইডেন

জিডি নিয়ে পুলিশ পরিচয়ে অভিনব প্রতারণা, গ্রেপ্তার ১

‘জাতিগত সম্প্রীতিকে উপেক্ষা করে দেশ বিভক্তের ষড়যন্ত্র চলছে’

অবশেষে গাজায় যুদ্ধবিরতি

এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনায় ছাত্রশিবিরের প্রতিবাদ

এই ঘটনার অবশ্যই বিচার হবে : আসিফ নজরুল

দেড়যুগের কারাজীবনের অবসান / লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

সুবিধাবঞ্চিত শিশুদের আকাশে উড়ার স্বপ্নপূরণ করল নভোএয়ার

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন স্ত্রী

১০

যুবদলে হাইব্রিড ও দুর্বৃত্তদের স্থান নেই : শরীফ উদ্দিন জুয়েল

১১

ঢাবি শিক্ষার্থীদের স্মার্টকার্ড সমস্যা সমাধানে উপাচার্যকে স্মারকলিপি 

১২

শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই দিল জনতা

১৩

প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি 

১৪

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

১৫

যশোরে খেজুর গুড়ের মেলা শুরু

১৬

এলইডি স্ক্রিনে কেন ভেসে উঠছে জয় বাংলাসহ বিভিন্ন লেখা

১৭

বিমানবন্দরে ২ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

১৮

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন শনিবার

১৯

এইচএমপিভি সংক্রমণ রোধে চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের যা মানতে হবে

২০
X