বিশ্ব ফুটবল অঙ্গনে ভিন্ন ভিন্ন উপায়ে কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানানোর নজির রয়েছে দেশ ও ক্লাবগুলোর। নিজেদের সেরা ফুটবলারদের জন্য নির্দিষ্টি জার্সি নম্বর তুলে রাখার রীতি বেশ পুরোনো। আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ম্যারাডোনাকে সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সি তুলে রাখে ইতালিয়ান জায়ান্ট নাপোলি। এমনকি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সাবেক ক্লাব নিউইয়র্ক কসমসও চিরদিনের জন্য তুলে রেখেছে পেলের ১০ নম্বর জার্সি।
২০২২ সালের ডিসেম্বরে না ফেরার দেশে পাড়ি জমান ফুটবলের মহারাজা পেলে। যে ক্লাবে খেলে পেলে হয়ে উঠেছিলেন তারকাদের তারকা, পেলের মৃত্যুর পরও ১০ নম্বর জার্সি পড়ে খেলেছে সান্তোসের ফুটবলাররা। তবে সম্প্রতি দ্বিতীয় বিভাগে অবনমন হওয়ায় পেলের বিখ্যাত ’১০ নম্বর জার্সি’ সাময়িক ভাবে তুলে রাখবে সান্তোস। এ ছাড়া ব্রাজিলিয়ান লিগ সিরিআতে প্রতি ম্যাচের দশম মিনিটে পেলেকে শ্রদ্ধা জানাবে ব্রাজিল ফুটবল। ব্রাজিলিয়ান সিরিআতে নিজেদের মৌসুমের শেষ ম্যাচে ফোর্তালেজার বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পেলের সাবেক ক্লাব সান্তোস। সেই সঙ্গে ১১১ বছরের ইতিহাসে প্রথমবার দ্বিতীয় বিভাগ সিরি-বিতে নেমে গিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ঠিক এমন সময়ে ক্লাবটি ঘোষণা দিয়েছে, প্রথম বিভাগে না ফেরা পর্যন্ত পেলের স্মৃতিবিজড়িত ১০ নম্বর জার্সি পড়ে মাঠে নামবেন না সান্তোসের কোনো ফুটবলার।
এ বিষয়ে সান্তোসের নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো তেজেইরা একটি ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘যতদিন আমরা ব্রাজিলিয়ান ফুটবল সিরিআতে না ফিরছি, ততদিন পেলের ১০ নম্বর জার্সি আমরা ব্যবহার করব না। এই বছর ব্রাজিলের ফুটবল লিগকে পেলের নামে নামকরণ করা হয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রথম বিভাগে ফেরার, আর এটিই হবে ১০ নম্বর জার্সির জন্য উপযুক্ত জায়গা।’
মন্তব্য করুন