২০২৩ সালের আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। তালিকায় স্থান করে নিয়েছেন মিসরের মোহাম্মদ সালাহ, মরক্কোর আশরাফ হাকিমি এবং নাপোলির ভিক্টর ওশিমেন। আফ্রিকা মহাদেশের হলেও ইউরোপিয়ান ফুটবল লিগগুলোতে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন তিন ফুটবলার। লিভারপুলে সবচেয়ে বড় তারকা ধরা হয় মোহাম্মদ সালাহকে। ইংলিশ জায়ান্টদের অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে যাচ্ছেন মিসরীয় অধিনায়ক। ২০১৭ ও ২০১৮ সালে টানা দুবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয় করেন সালাহ।
সিএএফের প্রকাশিত তালিকায় স্থান করে নিয়েছেন মরক্কো ও পিএসজির তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। ২০২২ কাতার বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অজর্ন করেছিল মরক্কো। প্রতিযোগিতার শেষ চারে দলকে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পিএসজি সুপারস্টার।
অন্যদিকে, গত মৌসুমে ইতালিয়ান সিরি-এতে ৩৩ বছর পর নাপোলিকে শিরোপা জেতানোর প্রধান কারিগর ছিলেন নাইজেরিয়ার ফরোয়ার্ড ভিক্টর ওশিমেন। নেপলসের ক্লাবটির হয়ে ২৬টি গোল করেন ২৪ বছর বয়সী ফুটবলার। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়োগা ম্যারাডোনার পর নাপোলিকে লিগ শিরোপা জেতান নাইজেরিয়ান স্ট্রাইকার।
তবে ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে। যিনি গত বছর আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন। চলতি বছর জার্মানির বায়ার্ন মিউনিখ থেকে সৌদি আরবের আল নাসরে যোগ দেন মানে।
পুরুষদের পাশাপাশি নারীদের বিভাগেও সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। যেখানে এবারও জায়গা পেয়েছেন আফ্রিকান রেকর্ড পাঁচবারের বিজয়ী নাইজেরিয়ার আসিসাট ওশোয়ালা। সংক্ষিপ্ত তালিকার বাকি দুজন হলেন- দক্ষিণ আফ্রিকার থেম্বি কাগাতলানা ও জাম্বিয়ার বারব্রা বান্ডা।
আগামী ১১ ডিসেম্বর মরক্কার মারাকেতে শহরে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে দুই বিভাগে বিজয়ী ফুটবলারদের নাম ঘোষণা করবে সিএএফ।
মন্তব্য করুন