সব ধরনের ফুটবল থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পোগবা। ফরাসি মিডফিল্ডারের ডোপ কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন সম্পন্ন হয়েছে। ডোপিংয়ের দায়ে জুভেন্টাস তারকাকে চার বছর নিষিদ্ধ করার সুপারিশ করেছে ইটালির ডোপবিরোধী আদালত।
ডোপবিরোধী আদালতের আবেদনটি মঞ্জুর হলে ফ্রান্স তারকাকে চার বছর ফুটবল থেকে নির্বাসনে থাকতে হবে। কার্যত ফুটবল জীবনই শেষ হয়ে যেতে পারে ৩০ বছর বয়সী ফুটবলারের। আইনজীবীদের প্রতিবেদনের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ করেনি পল পগবা।
নিষেধাজ্ঞার পরিমাণ কমাতে চাইলে সাজা হবার পর আপিল করতে হবে পগবার। একই সঙ্গে জুভেন্টাস মিডফিল্ডারকে প্রমাণ করতে হবে যে, তিনি ইচ্ছাকৃতভাবে ডোপ নেননি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া চিকিৎসা পদ্ধতিতে ভুল ছিল। তাহলেই সাজার পরিমাণ কমাতে পারে এন্টি ডোপিং এজেন্সি।
চলতি বছরের ২০ আগস্ট ইতালিয়ান সিরিআ লিগে উদিনেসের বিপক্ষে ম্যাচের পর ডোপ টেস্ট করা হয় পগবার। তবে তদন্ত রিপোর্টের তথ্যে বেরিয়ে আসে, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য ওষুধ গ্রহণ করেছেন জুভ মিডফিল্ডার। যার জন্য সেপ্টেম্বর মাস থেকে নিষিদ্ধ ঘোষণা করে তদন্ত চলমান ইতালির ডোপিং আদালত।
বিশ্ব ডোপবিরোধী আইন অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ওষুধ খাওয়া বা খাবারে কিছু মেশানোর প্রমাণ পেশ করতে পারেন, তা হলে শাস্তির মেয়াদ কমতে পারে।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি গোল করেন পল পগবা। ২০২২ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইতালির জুভেন্টাসে যোগ দেন ফরাসি প্লে-মেকার।
মন্তব্য করুন