এবারের কোপা আমেরিকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই শুরু করবে আসরের যৌথভাবে সর্বোচ্চ শিরোপার মালিক আর্জেন্টিনা। আগামী বছর হওয়া প্রতিযোগিতায় আর্জেন্টিনার লক্ষ্য থাকবে আরও একবার শিরোপা জিতে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ডি মারিয়াকে বিদায় দেওয়া। আর কোপা জয়ের ৬ মাস আগেই আজ মেসির দল জেনেছে তাদের প্রতিপক্ষ কারা।
২০২৪ কোপায় নিজের পুরোনো শত্রু চিলির মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি। টানা দুই বার চিলির কাছে শিরোপা খোয়াতে হয়েছে আর্জেন্টিনার। ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির বিপক্ষে পেনাল্টি মিস করে অঝোরে কান্নাও ঝরেছিল মেসির। চিলির ফুটবলে এখন সেই স্বর্ণালি সময় না থাকলেও এখনও বেশ কঠিন দলই তারা।
২০২৪ কোপা আমেরিকার সূচিতে গ্রুপ ‘এ’-তে দেখা যাবে আর্জেন্টিনাকে। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ পেরু, চিলি এবং কনকাকাফ বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। সম্ভাব্য সেই প্রতিপক্ষ হতে পারে কানাডা কিংবা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
৪৮তম কোপার আসরের শুরুর ম্যাচে ২০ জুন তারা কানাডা বা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মুখোমুখি হবে। কানাডাকে অবশ্য ঠিক মামুলি দল বলা যাবে না। ২০২২ বিশ্বকাপেও অংশ নিয়েছে তারা। আর র্যাঙ্কিংয়ের ৪৮তম স্থানে থাকা দলটিতে বেশ কিছু ভালো তারকা রয়েছে।
বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী ম্যাচ ২৫ জুন মঙ্গলবার। নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলবে তারা। আর শেষ ম্যাচ হবে ২৯ জুন শনিবার। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে র্যাঙ্কিংয়ের ২৬-এ থাকা পেরুর বিপক্ষে খেলবে তারা।
‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হতে পারলে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল খেলবে ৪ জুলাই। হিউস্টনে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানারআপ দলটি। আর রানারআপ হয়ে কোয়ার্টার ফাইনালে গেলে তাদের খেলা হবে ৫ জুলাই। প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। ‘বি’ গ্রুপে আছে মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা এবং জ্যামাইকা।
মন্তব্য করুন