ব্রাজিলিয়ান ফুটবল বর্তমানে চরম দুঃসময় পার করছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ হারের স্বাদ পেয়েছে সেলেসাওরা। পয়েন্ট তালিকার ছয় নম্বরে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরই মধ্যে দেশটির ফুটবলে আরও বড় ধাক্কা হিসেবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজকে ছাঁটাই করেছে রিও ডি জেনিরোর আদালত। ধাক্কাটা এতটাই প্রকট, যেকোনো সময় নিষিদ্ধ হয়ে যেতে পারে ব্রাজিলের ফুটবল!
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আইন অনুযায়ী, কোনো সদস্য অ্যাসোসিয়েশনের অভ্যন্তরে বাইরের হস্তক্ষেপ বৈধ নয়। এ কারণে রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার ঘটনায় সিবিএফ আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
Ednaldo Rodrigues has been sacked as President of the Brazilian Football Federation (CBF). Rodrigues has been the driving force behind the Federation's interest in appointing Carlo Ancelotti has the next Brazil manager. pic.twitter.com/disoMJyCVH
— Football España (@footballespana_) December 7, 2023এদনালদো রদ্রিগেজকে ছাঁটাইয়ের ঘটনায় সিবিএফকে একটি চিঠি দিয়েছে ফিফা। সেখানে সংস্থাটি জানিয়েছে, বোর্ডের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো ধরনের হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গেলে নিষেধাজ্ঞায় পড়তে পারে ব্রাজিল ফুটবল।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এদনালদো রদ্রিগেজকে সভাপতির পদ থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছে রিও ডি জেনিরোর স্টেট কোর্ট। নিয়োগে অনিয়মের অভিযোগে সিবিএফের দায়িত্ব থেকে ছাঁটাই হলেন দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
২০২১ সালে রোজেরিও ক্যাবোলো যৌন কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞায় পড়লে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব নেন রদ্রিগেজ। পরবর্তী সময়ে নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে সভাপতির দায়িত্ব পান। নিয়ম অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত তার মেয়াদ আছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০২২ সালে সিবিএফ ও রিও ডি জেনিরোর কৌঁসুলিদের চুক্তির ভিত্তিতে সভাপতির দায়িত্ব পান এদনালদো রদ্রিগেজ। তবে সেই চুক্তির প্রকিয়াটি বৈধ ছিল না। মূলত কৌঁসুলিরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ওই চুক্তিটি করেছিলেন বলে জানিয়েছে রিও ডি জেনিরোর একটি বিচারিক আদালত।
আগামী ৩০ দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সিবিএফের প্রধান প্রশাসক হিসেবে ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসের (এসটিজেডি) প্রেসিডেন্ট জোসে পেরেদিসকে নিয়োগ দিয়েছে দেশটির আদালত। তবে এই সময়ের মধ্যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন এদনালদো রদ্রিগেজ।
তবে এদনালদোকে ছাঁটাই করা হলে বড় সমস্যায় পড়বে ব্রাজিল ফুটবল। সিবিএফে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে সদস্য দেশগুলোকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা প্রদান করে থাকে ফিফা। এশিয়ার দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা এমন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিল। সেক্ষেত্রে ব্রাজিলও ফিফার নিষেধাজ্ঞায় পড়তে পারে।
এছাড়া এদনালদো ছাঁটাই হলে কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার প্রক্রিয়াতেও বড় ধাক্কা লাগতে পারে। কারণ এ সভাপতিই রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচকে ব্রাজিলে নিয়ে আসার ব্যাপারে প্রচণ্ড আগ্রহী ছিলেন। শেষ পর্যন্ত ব্রাজিলের ভাগ্যে কী আছে, তা নিয়েও রয়েছে গভীর সংশয়।
মন্তব্য করুন