২০২৪ সালের জুনে শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। এখনো ৬ মাসেরও বেশি সময় বাকি থাকলেও উত্তাপ ছড়াতে শুরু করেছে লাতিন অঞ্চলের ঐতিহ্যবাহী প্রতিযোগিতাটি। মার্কিন যুক্তরাষ্ট্রে জুন মাসে মাঠে গড়ানোর আগেই বাংলাদেশ সময় শুক্রবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে মহাদেশীয় প্রতিযোগিতাটির শ্রেষ্ঠত্বের লড়াইয়ের গ্রুপ পর্বের ড্র। মার্কিন যুক্তরাষ্ট্রে মেসির মায়ামিতে অনুষ্ঠিত ড্র থেকে জানা গেল এবারের টুর্নামেন্টের রূপরেখা।
কোপা আমেরিকার আসন্ন আসরে মোট ১৬টি দেশ অংশগ্রহণ করবে। এর মধ্যে লাতিন আমেরিকার ১০টি এবং উত্তর আমেরিকার ৬টি দেশ রয়েছে। লাতিন আমেরিকার দেশগুলো সরাসরি অংশ নিলেও বাকি স্থানের জন্য বাছাইপর্বে অংশ নিচ্ছে উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলো।
অংশগ্রহণকারী মোট ১৬ দল খেলবে চারটি গ্রুপে ভাগ হয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান গ্রুপ ‘এ’তে। তাদের সঙ্গী লাতিন আমেরিকার দুই দেশ পেরু ও চিলি। চতুর্থ দল হিসেবে বাছাইপর্ব পেরিয়ে কনকাকাফ থেকে এ গ্রুপে আসতে পারে কানাডা অথবা ত্রিনিদাদ ও টোবাগো।
গ্রুপ ‘বি’তে কনমেবলের দুই দেশের সঙ্গে আছে কনকাকাফের দুই দেশ। ইকুয়েডর ও ভেনেজুয়েলাকে লড়তে হবে শক্তিশালী মেক্সিকোর বিপক্ষে। তাদের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ অবশ্য জ্যামাইকা।
গ্রুপ ‘সি’ কে গ্রুপ অব ডেথ হিসেবে ধরা যায়। আসরের ১৫ বারের শিরোপাজয়ী দল উরুগুয়েকে লড়তে হবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। গ্রুপের বাকি দুই দল শক্তিশালী বলিভিয়া ও পানামা।
অন্যদিকে ব্রাজিল পড়েছে তুলনামূলক সহজ গ্রুপ ‘ডি’তে। যেখানে তাদের প্রতিপক্ষ কনমেবল অঞ্চলের দুই দেশ কলম্বিয়া ও প্যারাগুয়ে। বাছাইপর্ব পেরিয়ে কনকাকাফ থেকে এই গ্রুপে যোগ দিবে কোস্টারিকা অথবা হন্ডুরাস।
কোপা আমেরিকা লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই হলেও আগামী আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রতিযোগিতাটিতে খেলবে কনকাকাফ অঞ্চলের ৬টি দেশ। টুর্নামেন্ট আয়োজিত হবে যুক্তরাষ্ট্রে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে আগামী বছরের ২০ জুন মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসর।
গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল নিয়ে মোট আট দল পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট। নক আউটের এ লড়াইয়ে জয়ীরা লড়বে সেমিফাইনালে। শিরোপার লড়াই হবে ১৪ জুলাই।
এক নজরে ২০২৪ কোপা আমেরিকার গ্রুপ:
গ্রুপ-এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা অথবা ত্রিনিদাদ ও টোবাগো
গ্রুপ-বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকা
গ্রুপ-সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা ও বলিভিয়া
গ্রুপ-ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা অথবা হন্ডুরাস
মন্তব্য করুন