স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৯ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পেলে-নেইমারের সাবেক ক্লাবের অবনমন

সান্তোসের দুই কিংবদন্তি নেইমার (বাঁয়ে) ও পেলে। ছবি : সংগৃহীত
সান্তোসের দুই কিংবদন্তি নেইমার (বাঁয়ে) ও পেলে। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাব বলা সান্তোস এফসিকে। এই পেশাদার ক্লাবেই নিজেদের বিকশিত করেছিলেন একঝাঁক নন্দিত ফুটবলার। যারা পরবর্তীতে বিশ্বকে মাতিয়েছেন দুই পায়ের জাদুতে। তাদের মধ্যে অন্যতম বিশ্ব মাতানো তারকা পেলে ও নেইমার জুনিয়র। কিন্তু নিজেদের ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঘরোয়া লিগ সিরিআ থেকে সিরি-বিতে অবনমন ঘটেছে সান্তোসের।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগ সিরিআতে মৌসুমের শেষ ম্যাচে ঘরের মাঠে ফোর্তালেজার বিপক্ষে ২-১ গোলে হেরেছে সান্তোস। এরই সঙ্গে ৩৮ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে থেকে দেশটির দ্বিতীয় শীর্ষ ফুটবল লিগ সিরি-বিতে অবনমিত হয় পেলে নেইমারের সাবেক ক্লাব। ব্রাজিলিয়ান লিগের এবারের মৌসুমের শুরু থেকেই ধুঁকছিল সান্তোস। ৩৮ লিগ ম্যাচে ১১ জয়, ১০ ড্র ও ১৭ হারে ৪৩ পয়েন্ট পায় ক্লাবটি। লিগ পর্বের শেষ দিনে অন্তত ড্র করতে পারলেই হার সিরিআতে টিকে যেত সান্তোসে। আর কোনোভাবে হারলেও বাহিয়ার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো তাদের। ৩৭তম ম্যাচডে শেষে সান্তোসের পয়েন্ট ছিল ৪৩ আর বাহিয়ার ছিল ৪১।

অথচ ৩৮তম লিগ ম্যাচের দিনে ঘটেছে ঠিক বিপরীত। ফোর্তালেজার কাছে ২-১ গোলে হেরেছে সান্তোস। অন্যদিকে অ্যাথলেটিকো মিনেইরোরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাহিয়া। ফলে বাহিয়ার পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪৪ আর সান্তোসের পয়েন্ট থাকে সেই ৪৩। এ হারের সুবাদে ১১১ বছরের ইতিহাসে প্রথমবার রেলিগেশন জোনে স্থান করে নেয় সান্তোস।

ব্রাজিলিয়ান সিরি-আ এর ফরম্যাট অনুযায়ী, নিচের চারটি দল অবনমিত হয়। পয়েন্ট তালিকার ১৭ নম্বর স্থান থেকে ২০ নম্বর দল নেমে যায় সিরি-বিতে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে বিশ্বের প্রথম ফুটবল ক্লাব হিসেবে নিজেদের ইতিহাসে ১০ হাজারতম গোলের রেকর্ড গড়েছিল ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সান্তোস এফসি। তখন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা পেলে-নেইমারের সাবেক ক্লাবকে বিশ শতকের অন্যতম সেরা ক্লাব হিসেবে আখ্যা দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন-বানোয়াট

বাংলাদেশে শোধনাগার তৈরি প্রকল্পে বিনিয়োগের বিষয় উল্লেখ নেই

তুরস্ককে বাংলাদেশে শিল্প স্থানান্তরের আহ্বান প্রধান উপদেষ্টার

থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি 

নবায়নযোগ্য জ্বালানিসহ কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী সংগঠন করতে হবে : মজনু

ম্যাচ হারার পর কার দিকে তেড়ে গেলেন তামিম?

দায়ের কোপে যুবলীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্ন

৩০ টাকা কেজি চাল মিলবে ৪২২ উপজেলায়

ছানি অপারেশন করতে গিয়ে চোখ হারালেন বৃদ্ধা

১০

ফ্যাসিবাদের দুঃশাসনে অনেকে প্রবাসে যেতে বাধ্য হন : প্রিন্স

১১

বিএফআইইউ প্রধান হলেন শাহীনুল

১২

দেশের সব মাঠ-পার্ক ও উদ্যান সাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

১৩

মুক্তিযোদ্ধার স্ত্রীর জমি দখল চেষ্টার অভিযোগ আ.লীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে

১৪

রাজধানীতে ৩টি বাস টার্মিনালে দুদকের অভিযান

১৫

ছাত্রদল কর্মীর ঔদ্ধত্য আচরণে উদ্বেগ প্রকাশ

১৬

মার্কিন ঘেঁষা জোসেফ লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

১৭

জান্তা বাহিনীর বিমান হামলায় রাখাইনে নিহত ৪০

১৮

লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

বিল পরিশোধের পর কমলো দেশের রিজার্ভ

২০
X