আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জাতীয় দল ছাড়ার ইস্যুতে এবার বোমা ফাটাল ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক। তাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়ার পাশাপাশি আর্জেন্টিনার কোচ লিওনেল মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন।
মারাকানায় ব্রাজিলের বিপক্ষে জয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন। এতে নানাবিধ প্রশ্ন ওঠে। আর্জেন্টিনার গণমাধ্যমগুলো জানায় বিশ্বকাপের পর থেকে তাপিয়ার সঙ্গে স্কালোনির সম্পর্ক তিক্ত হয়। তার চুক্তির মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াকে দীর্ঘায়িত হওয়ায় মনঃক্ষুণ হয়েছেন স্কালোনি। কোচিং স্টাফ ও দলের ফুটবলারদের এখনো বিশ্বকাপ জয়ের বোনাস দেওয়া হয়নি।
তবে দ্য অ্যাথলেটিক সামনে এনেছে নতুন একটি খবর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে থেকে দলের অধিনায়ক মেসির সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় স্কালোনির।
ঐতিহাসিক মারাকানায় ম্যাচ শুরু আগে আর্জেন্টাইন সমর্থকদের ওপর চড়াও হয় ব্রাজিলিয়ান পুলিশ। প্রথমে পুলিশি অ্যাকশন রুখতে সতীর্থদের নিয়ে গ্যালারিতে যান মেসি। কিন্তু এতে কাজ না হওয়ায় সমর্থকদের ওপর ব্রাজিলিয়ান পুলিশের হামলার প্রতিবাদে পুরো দল নিয়ে ড্রেসিংরুমে চলে যান মেসি। মাঠের বাইরে যাওয়ার আগে স্কালোনির সঙ্গে আলাপ করেননি মেসি। এতে কিছুটা মনঃক্ষুণ্ন হন আর্জেন্টাইন কোচ। মেসির এই সিদ্ধান্তে স্কালোনির পাশাপাশি দলের পুরো কোচিং স্টাফদের মাঝে অসন্তোষ তৈরি করেছে।
দ্য অ্যাথলেটিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোপা আমেরিকা দিয়ে শেষ হয়ে পারে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা জাতীয় দলের অধ্যায়। একই আসর দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন মেসিও। সুতরাং দুজনে মিলে নিজেদের শেষটা রাঙাতে চাইবেন, এটাই স্বাভাবিক।
মন্তব্য করুন