ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইনকে টটেনহ্যাম হটস্পার থেকে বুন্দেসলিগায় আনতে কম কষ্ট করেনি বুন্দেসলিগার রেকর্ড শিরোপাজয়ী দল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের গোল স্কোরিং প্রতিভাটাই এরকম যে তাকে বায়ার্ন নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি দামি খেলোয়াড় করতে দুবার ভাবেনি। কেইনও ইংলিশ লিগ থেকে বুন্দেসলিগায় এসে প্রতিনিয়ত দেখিয়ে দিচ্ছেন যে কেন তার পেছনে বায়ার্ন এত সময় ও অর্থ খরচ করেছে। ব্যাভারিয়ায় এসে একের পর এক গোল করে বায়ার্নকে জিতিয়েই যাচ্ছেন তিনি।
এরই ধারাবাহিকতা রক্ষা করে শুক্রবার রাতেও গোল পেলেন হ্যারি কেইন এবং রীতিমতো রেকর্ড গড়ে বায়ার্ন মিউনিখকে জয় এনে দিলেন। কেইনের একমাত্র গোলে বুন্দেসলিগার তলানির দল এফসি কোলোনের মাঠে গিয়ে ১-০ ব্যবধানে জয় নিয়ে ফিরে এসেছে বায়ার্ন। সে সঙ্গে দলকেও সল্প সময়ের জন্য হলেও তিনি তুলে এনেছেন শীর্ষে।
এই মৌসুমের শুরুতেই বুন্দেসলিগার সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার হিসেবে (১০০ মিলিয়ন ইউরো) টটেনহ্যাম থেকে বায়ার্নে যোগ দেন কেইন। শুক্রবার রাতে গোল করে বুন্দেসলিগায় ইাতমধ্যে ১২ ম্যাচে ১৮ গোল করলেন তিনি।
হ্যারি কেইন কোলনের বিপক্ষে গোলের মাধ্যমে প্রথম ইংলিশ ফুটবলার হলেন যিনি বুন্দেসলিগায় এক মৌসুমে ১৮টি গোল করলেন। এর আগে ১৭টি গোল করে এ তালিকায় শীর্ষে ছিলেন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা জ্যাডন সানচো এবং কেভিন কিগান।
এফসি কোলনেরর মাঠে গিয়ে ম্যাচের ২০তম মিনিটেই গোল করেন হ্যারি কেইন। সেই গোলটিই হয়ে থাকল ম্যাচের ফল নির্ধারণী। এই জয়ের ফলে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলো বায়ার্ন। অপরাজিত থেকে ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৩২। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার লেভারকুসেন। এফসি কোলন এখন পর্যন্ত ১২ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে এবং তারা রয়েছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে।
ম্যাচের পর হ্যারি কেইন বলেন, ‘এটা ছিল সত্যি আমাদের জন্য আজ একটি অসাধারণ ম্যাচ। কেউ কেউ হয়তো ফলের দিকে তাকিয়ে খুব বেশি কিছু আশা করবে না। তবে, এটা ছিল সত্যিই সবার জন্য একটি অসাধারণ ম্যাচ।’
মন্তব্য করুন