রাজধানীর ১০০ ফিট মাদানী অ্যাভিনিউয়ের গ্রিনভিল আউটডোরে আজ শুক্রবার শুরু হয়েছে নাভানা ইকোরিসোর্ট ব্যাচ ৯৮-২০০০ ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট। গত কয়েক বছরের ধারাবাহিকতায় সারা দেশের এসএসসি ১৯৯৮ সালের ছাত্রছাত্রীরা এবারও আয়োজন করেছে এই ফুটবল প্রতিযোগিতা।
টুর্নামেন্টে সারা দেশ থেকে আসা ১৫টি দল প্রথমে রাউন্ড রবিন লিগে ভাগ হয়ে খেলবে। এরপর হবে নক আউট পর্ব। পয়েন্ট টেবিলের সেরা চারটি দল উঠবে নক আউট পর্বে। এই দলগুলোকে নিয়ে হবে সেমিফাইনাল ও ফাইনাল। এর আগে রাজধানীর বোট ক্লাবে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও ফিরোজ মাহমুদ টিটু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক নাভানা গ্রুপের সিইও লে. কমান্ডার মোহাম্মদ তাহসিন আমিন, ’৯৮ ব্যাচের অ্যাডমিন ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুশফিকুল ইসলাম।
প্রতিযোগিতার সহপৃষ্ঠপোষকতা করছে ট্রাস্ট অটো কার, হ্যামস গ্রুপ, কুমিল্লা সিটি করপোরেশন। দুই দিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল শনিবার। এমন একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন দেখে দারুণ খুশি শেখ মোহাম্মদ আসলাম, ‘এরা কেউই পেশাদার ফুটবলার না। কিন্তু ফুটবলকে ভালোবেসে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করছে। তাদের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার।’
মন্তব্য করুন