বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

মোনাকোর বিপক্ষে বড় জয় পিএসজির

এমবাপ্পের গোলের পর পিএসজি দলের উল্লাস। ছবি: সংগৃহীত
এমবাপ্পের গোলের পর পিএসজি দলের উল্লাস। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি ও নেইমার জুনিয়র চলে যাওয়ার পর অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মেসি নেইমার না থাকলেও ফরাসি চ্যাম্পিয়নদের দলে এখনো আছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। শুক্রবার রাতে এমবাপ্পে আবারও প্রতিপক্ষের জাল কাঁপাল আর এমবাপ্পের সাথে গোল করল দেম্বেলে, গনসালো রামোস, ভিতিনহা এবং রান্ডাল কোলো মুয়ানি। পিএসজির পাঁচ খেলোয়াড়ের পাঁচ গোলে মোনাকোকে ৫-২ ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের দল। এই জয়ে ফরাসি লিগ ওয়ানের শীর্ষ স্থান আরও পাকাপোক্ত করল লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতের খেলায় পিএসজি ফরাসি লিগের আরেক জায়ান্ট মোনাকোকে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষে দ্বিতীয় স্থানের দল থেকে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে চার পয়েন্টে। ম্যাচে মোনাকোর সামনে সুযোগ ছিল ম্যাচ জয়ের কিন্তু লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের দ্বিতীয়ার্ধের ঝড়ে উড়ে গেছে তৃতীয় স্থানে থাকা মোনাকো।

লুইস এনরিকের দল এই জয় দিয়ে মঙ্গলবারের চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে আগেই বার্তা দিয়ে রাখল।

প্রথমার্ধে গনসালো রামোসের ওপেনার এবং কিলিয়ান এমবাপ্পের পেনাল্টির সুবাদে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা প্যারিসিয়ানরা উসমানে দেম্বেলে এবং ভিতিনহার দুই মিনিটের দুই গোলে খেলাটিকে মোনাকোর নাগালের বাইরে নিয়ে যায়।

মোনাকো অবশ্য ভালো খেলেই দুটি গোল আদায় করে নিয়েছিল এবং বেশির ভাগ সময়জুড়ে খেলাটিতে টান টান উত্তেজনা বজায় রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য তাদের সহায় হয়নি।

লিভারপুলের সাবেক মিডফিল্ডার তাকুমি মিনামিনো মোনাকোর স্ট্যান্ডআউট খেলোয়াড় ছিলেন এবং প্রথমার্ধে দলের সমতাসূচক গোালটি তার পা দিয়েই এসেছিল। পরে এই ম্যাচ দিয়ে শুরুর একাদশে ফেরা ফোলারিন বালোগুনকে ভিতিনহা পিএসজির চতুর্থ গোল করার পর একটি সান্ত্বনামূলক গোল করেন।

লিগ ওয়ান এর এক ও তিনের মধ্যে খেলায় সাত গোল হলেও প্রথম তিনটি গোলই ছিল ডিফেন্ডারের ভুল থেকে আসা।

প্রথম গোলটি মোনাকোর গোলকিপার ফিলিপ কোহন রামোসকে উপহার দেন একপ্রকার। তারপর পিএসজি গোলকিপার জিয়ানলুইগি দোনারুমা মিনামিনোর কাছে বল দিয়ে মোনাকোর সমতায় আসার সুযোগ করে দেয়। পরে মোনাকো ডিফেন্ডার মাঙ্গাসা ডেম্বলেকে ফেলে দিলে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে থেকে পিএসজিকে প্রথমার্ধের বিরতিতে পাঠান।

মোনাকো সমান পায়ে দ্বিতীয়ার্ধ শুরু করে এবং বালোগুন, মিনামিনো এবং আলেকজান্ডার গোলোভিন সবারই আরও একবার সমতা করার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা সুযোগ না নিলে পিএসজি দেম্বেলে, ভিতিনহা এবং বিকল্প হিসেবে নামা রান্ডাল কোলো মুয়ানির গোলে জয় নিয়েই পার্ক দ্যু প্রিন্সেস ত্যাগ করে। শেষদিকে বালোগুন একটি গোল করে মোনাকোর জয়ের ব্যবধানই খালি কমাতে সক্ষম হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর কবর দেখতে গিয়ে মারধরের শিকার জুলাই শহীদের স্ত্রী

বিএনপি কারো কাছে মাথা নত করেনি, করবে না : এ্যানী

ঈদে মামা বাড়ি বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু

‘বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না’

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া

ঈদ মিছিল নিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি

সিলেটে মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ

প্রতারণার শিকার জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা

৩২ শহীদ পরিবারের সঙ্গে জামায়াত আমিরের ঈদ উদযাপন

১০

চুক্তিভিত্তিক নিয়োগের চেষ্টা প্রকৌশলী হাবিবের

১১

৩ যুগ ইমামতি শেষে রাজকীয় বিদায়

১২

আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান

১৩

রুনা লায়লাকে নিয়ে ড. ইউনূসের সঙ্গে যে কথা হয়েছিল শাহবাজ শরিফের

১৪

চায়ের দেশ শ্রীমঙ্গল পর্যটকদের পদচারনায় মুখরিত

১৫

সংস্কার ছাড়া নির্বাচন চাওয়া ফ্যাসিবাদের অংশ : সারোয়ার তুষার 

১৬

আজ থেকে সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু

১৭

ইন্ডিয়া টুডেকে মাহফুজ আনাম / ‘বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ছাত্রদের অনাগ্রহ, অস্পষ্টতায় জামায়াত’

১৮

কেউ আ.লীগকে পুনর্বাসিত করতে পাববে না : হান্নান মাসউদ

১৯

জনগণের কাছে জবাবদিহিতা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা : সালাহউদ্দিন

২০
X