বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দল এবং পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল। তবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মাঠের চেয়ে মাঠের বাইরের বিষয় নিয়েই কথা হয়েছে বেশি। দুই দলের সমর্থকদের বিবাদে ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বের ভেন্যু মারাকানা স্টেডিয়াম হয়ে গিয়েছিল উত্তপ্ত। বাংলাদেশ সময় গত বুধবার সকালে হওয়া সংঘাত ও ফাউলের সেই সুপার ক্ল্যাসিকোতে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
তবে ম্যাচ শেষ হওয়ার দুই দিন পেরিয়ে গেলেও ম্যাচ নিয়ে কথাবার্তা থামছে না। ম্যাচ শুরুর আগে সংঘাতের সেই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে ফিফা। ব্রাজিলের দায় প্রমাণিত হলে বড় শাস্তির মুখেও পড়তে হতে পারে সেলেসাওদের।
পরিস্থিতি যখন এতটা ঘোলাটে তখন বের হলো আরও এক নতুন খবর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল এক ভিডিও ফুটেজে দেখা যায় সংঘাতের সময় মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার কালে টানেলে ব্রাজিলের সমর্থকদের লক্ষ্য করে থুথু মেরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আঞ্জেল ডি মারিয়া।
Ángel Di María was filmed spitting on Brazil fans after beer was thrown at him during an argument Crazy night & scenes at Maracanã. pic.twitter.com/HvXUypguhb — Successful Football News (@Football416News) November 23, 2023
আর্জেন্টিনার উইঙ্গারকে অবশ্য শুরু থেকেই বিরক্ত করে আসছিল ব্রাজিলের সমর্থকরা। টানেল দিয়ে যাওয়ার সময় তাকে উদ্দেশ করে বিয়ার ছুড়ে মারেন ব্রাজিলের কিছু সমর্থক। ডি মারিয়া কিছুটা সরে গিয়ে নিজেকে রক্ষা করার পর আবার ফিরে এসে থুথু মারেন।
মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনার এই ম্যাচ শুরুর আগেই গ্যালারির দক্ষিণ অংশে দুই দলের সমর্থকরা মারামারি ঘটে। পরে পুলিশ এসে আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠিচার্জ করলে পরিস্থিতির আরো অবনতি ঘটে, যা থামাতে আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলের খেলোয়াড়েরাই গ্যালারির দিকে ছুটে যান। এ ঘটনায় বেশ কয়েকজন রক্তাক্ত হন। ম্যাচও শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর।
সংঘর্ষের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘ফুটবল মাঠে বা মাঠের বাইরের এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। খেলোয়াড়, সমর্থক, প্রতিযোগিতায় লিপ্ত দলগুলো এবং তাদের কর্মকর্তারা একটি নিরাপদ পরিবেশের দাবিদার।’
মন্তব্য করুন