২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। গতকাল বাংলাদেশ সময় রাত ১১টায় মেলবোর্নের উদ্দেশে রওনা হন টাইগাররা। দীর্ঘ ১৮ ঘণ্টার বেশি বিমান ভ্রমণ শেষে গন্তব্যে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। শনিবার (১১ নভেম্বর) চীনের গুয়াংজু হয়ে বাংলাদেশ সময় বিকেল ৫টায় অস্ট্রেলিয়ায় পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল।
আগামী ১৬ নভেম্বর মেলবোর্নে বাংলাদেশকে আতিথেয়তা দেবে সকারুজরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ বাছাইয়ে যেটি হবে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। অন্যদিকে বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। বাংলাদেশ প্রথম রাউন্ডে হোম অ্যান্ড অ্যাওয়েভিত্তিক লড়াইয়ে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বে জায়গা করে নেয়।
২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপ বাছাইয়েও অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছিল বাংলাদেশ। সেবার বাছাই পর্বের ম্যাচ পার্থে খেলেছিল লাল-সবুজের জার্সিধারীরা। আট বছর পর আবার সকারুজদের দেশে পৌঁছেছে বাংলাদেশ; তবে এবার খেলবে মেলবোর্নে। ২০১৫ সালের বাছাই পর্বে পার্থে ৫-০ এবং ঢাকায় ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ‘আই’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া ছাড়াও প্যালেস্টাইন ও লেবাননের মতো দল।
মন্তব্য করুন