ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল স্পেন নারী ফুটবল দল। পুরস্কার প্রদানের মঞ্চে স্প্যানিশ নারী ফুটবলার জেনিফার হারমোসোকে তার সম্মতি ছাড়াই চুমু খাওয়ার কারণে বড় ধরনের শাস্তি পেলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস। তিন বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছেন এই ফুটবল কর্মকর্তা।
বিতর্কিত চুমু কাণ্ডে রুবিয়ালেসের বিপক্ষে তদন্ত কমিটি গঠন করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ফিফার শৃঙ্খলাবিধির ১৩নং অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন বলে জানায় ফিফার শৃঙ্খলা কমিটি। শেষ পর্যন্ত সংস্থাটি রায় দিয়েছে যে, সেদিনের ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতি দোষী ছিলেন। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন করায় তাকে তিন বছরের জন্য ফুটবল সম্পর্কিত সব কার্যকলাপ থেকে নিষিদ্ধ করেছে ফিফা।
সিডনিতে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পায় স্পেন। স্প্যানিশদের জয়ের পর হারমোসোর ঠোঁটে চুমু খান ৪৬ বছর বয়সী রুবিয়ালেস। এ ঘটনার পর স্প্যানিশ নারী ফুটবল তারকা জানান, চুমুতে তার কোনো সম্মতি ছিল না। আর ইস্যুতে শেষ পর্যন্ত স্প্যানিশ খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলতে অসম্মতি জানায়। তারা দাবি করেন, অবিলম্বে রুবিয়ালেসকে বহিষ্কার করতে হবে।
রুবিয়ালেসের বিপক্ষে তদন্ত চলাকালীন ৯০ দিনের জন্য সাময়িকভাবে বরখাস্ত করেছিল ফিফা ডিসিপ্লিনারি কমিটি। এখন তিন বছরের নিষেধাজ্ঞা পাওয়ায় আগামী ২০২৬ সাল পর্যন্ত ফুটবল থেকে নিষিদ্ধ হবেন রুবিয়ালেস। তবে চাইলে আপিল করার সুযোগ গ্রহণ করতে পারেন সাবেক স্প্যানিশ সভাপতি।
রুবিয়ালেস বারবারই ভুল স্বীকার করতে অস্বীকার করেন। এমনকি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকেও পদত্যাগ করার সময় দাবি করেন, যে এটি একটি সম্মতিমূলক চুম্বন ছিল।
মন্তব্য করুন