উয়েফা ইউরোপা লিগের ফাইনালে ম্যাচ পরিচালনাকারী রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে বড় শাস্তি পেলেন হোসে মরিনহো। ইতালিয়ান ক্লাব রোমার এই কোচকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএল।
ইউরোপা লিগের ফাইনালে স্প্যানিশ ক্লাব সেভিয়ার মুখোমুখি হয় রোমা। টাইব্রেকে হেরে শিরোপাবঞ্চিত হয় রোমা। শিরোপা হাতছাড়া হওয়ার ক্ষোভ রেফারি অ্যান্থনি টেইলরের ওপর ঝাড়তে দেখা যায় মরিনহোকে।
সে ম্যাচে মোট ১৩টি কার্ড দেখান টেইলর। এরপর সাতটি গেছে রোমার ফুটবলারদের দিকে। ফাউলের কারণে বারবার বন্ধ হয় খেলা। এতে করে সব মিলিয়ে অতিরিক্ত ২৫ মিনিট খেলতে হয়।
আর এতে ম্যাচ শেষে ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে যায় রোমার কোচের। ম্যাচ শেষেই স্টেডিয়ামের পার্কিং লটে ম্যাচের রেফারি টেলরের ওপর চড়াও হন তিনি। বেশ উচ্চবাচ্যে কথা বলতে দেখা যায় তাকে। পাশাপাশি ইংলিশ এই রেফারিকে ‘স্প্যানিশ দালাল’ বলে সম্মোধন করে মরিনহো দাবি করেন, তিনি খেলার মর্যাদাহানি করেছেন।
মন্তব্য করুন