২০২৬ ফিফা বিশ্বকাপের প্রাক বাছাই পর্বের প্রথম রাউন্ডের খেলায় মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব রাউন্ড নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এই জয়ের রেশ কাটতে না কাটতেই বিশাল সুখবর পেয়েছে বাংলাদেশ ফুটবল দল।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) র্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি হচ্ছে বাংলাদেশের। মালদ্বীপকে হারানোয় র্যাঙ্কিংয়ে ১৮৩তম স্থান অর্জন করবে জামাল ভূঁইয়ারা।
মালদ্বীপের বিপক্ষে হারলে আগামী এক বছর ফিফা ও এফসির কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না বাংলাদেশ দল। জিতলে আগামী মাসেই বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচ মেলবোর্নে খেলার সুযোগ পাবে টাইগাররা। দুই লেগে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এমন সমীকরণ মাথায় রেখে মালদ্বীপকে হারিয়েছে জামাল-রাকিবরা। সেই সঙ্গে র্যাঙ্কিংয়েও দারুণভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে হ্যাভিয়ের কাবরেরার শিস্যরা।
সেপ্টেম্বরের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ ১৮৯তম অবস্থানে আছে। মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৯১২.৬০ অর্থাৎ ১৮.৩৭ পয়েন্ট বাড়বে। যে কারণে অক্টোবরে ফিফা তাদের র্যাঙ্কিং আপডেট করলে বাংলাদেশ ছয় ধাপ এগিয়ে ১৮৩তম অবস্থানে জায়গা পাবে।
আগামী ১৭ নভেম্বর বিশ্বকাপের প্রিলিমিনারি বাছাই রাউন্ড দুইয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। মেলবোর্নের অ্যামি পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা।
মন্তব্য করুন