লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসি জাদুতে পেরুকে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্বাগতিক দেশের তান্ত্রিকরা কালো জাদুর আশ্রয় নিয়েও আটকাতে পারেননি সাত বারের ব্যালন ডি’অর জয়ীকে। প্রথমার্ধেই চোখ ধাঁধানো জোড়া গোলে আলবিসেলেস্তেদের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।
বুধবার (১৮ অক্টোবর) পেরুর এস্তাদিও লিমা ন্যাসিওনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে বাছাই পর্বে টানা চার ম্যাচ জিতেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এদিন জোড়া গোলের দেখা পেয়েছেন বৈশ্বিক ফুটবলের জাদুকর মেসি।
স্বাগতিক পেরুর বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৩২ মিনিটে প্রথমবারের মতো গোলের দেখা পায় আর্জেন্টিনা। নিকোলাস গঞ্জালেসের পাস থেকে দুর্দান্ত ভলিতে পেরুর জালে বল জড়ান আর্জেন্টাইন দলনেতা মেসি। ৪২ মিনিটে আবারও এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। এবারও গোলের খাতায় নাম তোলেন ফুটবল জাদুকর মেসি। এনজো ফার্নান্দেসের বাড়ানো পাসে ২-০ ব্যাবধানে দলকে এগিয়ে নিয়ে মধ্যবিরতিতে যায় মেসি।
বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে পেরুর জালে আরও এক গোল করেন মেসি। তবে ভিএআর পরীক্ষায় গোলটি বাতিল হওয়ায় হ্যাটট্রিক হয়নি সাত বারের ব্যালন ডি’অর জয়ী তারকার। বাকি সময়েও গোলের দেখা পায়রি কোনো দল।
এ জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা বজায় রাখার পাশাপাশি শীর্ষস্থানও ধরে রাখল আর্জেন্টিনা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট লিওনেল স্কালোনির দলের। পয়েন্ট টেবিলে শীর্ষ চারটি দলের মধ্যে শুধু আর্জেন্টিনাই এখন পর্যন্ত নিজেদের সব ম্যাচ জিততে পেরেছে।
মন্তব্য করুন