বিরাট কোহলি ক্রিকেট মাঠে যেমন জনপ্রিয়, ক্রিকেটের বাইরেও তার জনপ্রিয়তা তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ২৫ কোটির বেশি ফলোয়ার রয়েছে ভারতীয় তারকা ব্যাটারের। ইন্সটাগ্রামের প্রতি পোস্ট থেকে সাবেক এই ভারতীয় অধিনায়কের আয়ের পরিমাণ বাংলাদেশি প্রায় ১২ কোটি টাকা।
সম্প্রতি বিরাট কোহলির আয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় ১০৫০ কোটি রুপি। বাংলাদেশি মোট ১৩৮৬ কোটি টাকার সম্পত্তির মালিক ক্রিকেট বিশ্বের সেরা তারকার। এ ছাড়া ফোর্বস, এমপিএল, স্টার্টআপটকির নাম উল্লেখ করে বেঙ্গালুরুভিত্তিক বিনিয়োগ কোম্পানি স্টকগ্রো কোহলির আয়ের তথ্য প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভারতীয় তারকা আয় করেন কোটি কোটি টাকা। কোহলি ইনস্টাগ্রামের প্রতি পোস্ট থেকে আয় করেন ভারতীয় ৮ কোটি ৯০ লাখ রুপি। অর্থাৎ বাংলাদেশি টাকায় ভারতীয় তারকার আয় দাঁড়ায় ১১ কোটি ৭৩ লাখ টাকা। এ ছাড়া প্রতি টুইটার পোস্ট থেকে আয় করেন ভারতীয় ২ কোটি ৫৯ লাখ রুপি। বাংলাদেশি টাকায় কোহলির আয় হয় ৩ কোটি ৩০ লাখ টাকা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বিরাট কোহলি বাৎসরিক ৭ কোটি রুপি বেতন। এ ছাড়া বিজ্ঞাপন থেকেও বিরাট অঙ্কের টাকা আয় করেন ভারতের এই ক্রিকেট তারকা।
মন্তব্য করুন